shono
Advertisement
Uttar Pradesh

বারাণসীতে 'বাংলাদেশি' সন্দেহে তল্লাশি অভিযান, 'সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা', বলছে পুলিশ

মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
Published By: Hemant MaithilPosted: 08:44 PM Dec 09, 2025Updated: 09:13 PM Dec 09, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশ একটি বড় অভিযান চালায়। সিগরা এলাকায় কিছু ‘বাংলাদেশি পরিবার’ রয়েছে বলে খবর পেয়ে পুলিশ এই তল্লাশি শুরু করে। মঙ্গলবার উচ্চপদস্থ এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশের উপ-কমিশনার (ডিসিএস) টি সারভান জানান, শহর থেকে অবৈধ অভিবাসী চিহ্নিত করার একটি অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ নির্দিষ্ট কিছু স্থানে রেড করেন।

পুলিশ কমিশনারের নির্দেশে সোমবার এই অভিযান চালানো হয়। বহিরাগত প্রায় ৩০-৩৫টি পরিবার সমাজবাদী পার্টির এক নেতার আশ্রয়ে থাকছিল। এমনটা খবর পেয়েই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

তল্লাশি চালানোর পর জানা যায়, এই পরিবারগুলি আসলে পশ্চিমবঙ্গ থেকে এসেছে। তারা দীর্ঘ বছর যাবৎ সেখানে বসবাস করছে। ডিসিএস জানান, পরিবারের সদস্য সংখ্যা, এখানে থাকার কারণ এবং পরিচয়পত্রের বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। কোনও জাল পরিচয়পত্র ব্যবহার হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ডিসিএস (কাশী জোন) গৌরব বনসওয়াল জানিয়েছেন, এটি সাত দিনের 'অপারেশন টর্চ' কর্মসূচির একটি অংশ। বস্তি এলাকায় থাকা মানুষ এবং রাস্তার বিক্রেতাদের তথ্য যাচাই করাই এই অভিযানের লক্ষ্য। যারা অবৈধভাবে বসবাস করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশের ডিসিএস জানান, শহর থেকে অবৈধ অভিবাসী চিহ্নিত করার একটি অভিযান চলছে।
  • বহিরাগত প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবারকে চিহ্নিত করে পুলিশ।
  • এই পরিবারগুলি আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা।
Advertisement