বিশেষ সংবাদদাতা: নিজের মাটিতে সর্বশক্তিশালী প্রমাণ করার পর এবার রাজ্যের বাইরে ঘর গোছানোর কাজ শুরু করেছে বাংলার শাসকদল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিন রাজ্যে সফর মানেই নতুন কিছু প্রাপ্তি। উত্তর পূর্বের ত্রিপুরা থেকে পশ্চিমে গোয়া, রাজধানী দিল্লি – তৃণমূলের রাজনৈতিক রথের চাকা চলছে গড়গড়িয়ে। দলের গুরুত্বপূর্ণ সদস্যরা গোয়া, ত্রিপুরায় সংগঠন সাজাতে ব্যস্ত। বসে নেই স্বয়ং তৃণমূল নেত্রীও। পুজোর পর গোয়া সফর সেরে ফিরে আবার আগামী সপ্তাহে দিল্লি (Delhi) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সেই সফরেও থাকছে চমক। দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের সদস্য! এক্ষেত্রে নাম উঠে আসছে বিজেপি নেতা বরুণ গান্ধীর (Varun Gandhi)।
গান্ধী পরিবারের রাজনৈতিক পরিচয়ের ঠিক বিপরীত পথে হাঁটা ব্যক্তির নাম ইন্দিরার কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ। মা মেনকা গান্ধীকে দেখে তাঁর গেরুয়া শিবিরের প্রতি টান এবং সেই পথেই নিজের রাজনৈতিক কেরিয়ারকে চালিত করা। বর্তমানে মধ্যপ্রদেশের পিলভিটের সাংসদ তিনি। কিন্তু সম্প্রতি বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির সম্পর্ক বিশেষ ভাল নয়। তাঁকে এবং তাঁর মাকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। দলের সঙ্গে যোগাযোগও খানিক ফিকে হয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক জমি খুঁজছেন ইন্দিরার পৌত্র। সেক্ষেত্রে পরিবারের রাজনৈতিক বিশ্বাস মেনে কংগ্রেস শিবিরে ভিড়ে যাওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব। বিকল্প তবে কী?
[আরও পড়ুন: Farm Laws: ‘বিজেপির নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াইয়ের জয়’, কৃষি আইন প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া মমতার]
আর সেখানেই উঠে আসছে তৃণমূলের নাম। এই মুহূর্তে বিজেপি বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় মুখ তৃণমূল (TMC)। কেন্দ্রের বিরোধী দলের মধ্যমণি সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বরুণ গান্ধী তাঁর শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে রাজধানীর রাজনীতির অলিন্দে। যদিও এখনও এ বিষয়ে তৃণমূলের তরফে নিশ্চিত কোনও খবর জানানো হয়নি। তবে মমতার দিল্লি সফরের ঠিক আগে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বরুণ গান্ধীর তৃণমূলে যোগদানের বিষয়টি।
[আরও পড়ুন: ব্যাগে লক্ষ লক্ষ টাকা! শিয়ালদহের ২ টিকিট পরীক্ষককে চাকরি থেকে বরখাস্ত করল রেল]
এর আগে অক্টোবরের শেষে তিনদিনের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গোয়া সফর চলাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলিও। তারও আগে বিজেপি শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূলে যোগ দিয়েছেন বর্ষীয়ান নেতা যশবন্ত সিং। তিনি এই মুহূর্তে দলের অন্যতম জাতীয় মুখপাত্র। তবে এবার কি ঘাসফুল শিবিরে আরেক বিজেপি নেতার আগমন ঘটতে চলেছে? তুঙ্গে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বরুণ গান্ধী সত্যিই যদি ঘাসফুল শিবিরে পা রাখেন, তাহলে তা নিঃসন্দেহে হবে বড় প্রাপ্তি।