shono
Advertisement

Breaking News

কেন্দ্রের নির্দেশকে অমান্য করে বেশি দামে স্টেন্ট বিক্রির অভিযোগ

কিছুদিন আগেই জীবনদায়ী এই চিকিৎসার সামগ্রীর দাম বেঁধে দিয়েছিল সরকার৷ The post কেন্দ্রের নির্দেশকে অমান্য করে বেশি দামে স্টেন্ট বিক্রির অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Feb 25, 2017Updated: 10:44 AM Feb 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশি দামে স্টেণ্ট বিক্রির অভিযোগ উঠল দেশের একাধিক নামী হাসপাতালের বিরুদ্ধে৷ অভিযোগ, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির (NPPA) নির্দেশ উপেক্ষা করেই আগের মতো আকাশছোঁয়া দামে রোগীর শরীরে স্টেন্ট বসাচ্ছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল, নয়াদিল্লির সাকেতের ম্যাক্স হসপিটাল, চণ্ডীগড়ের পিজিআইএমইআর, হরিয়ানার নিদান হাসপাতাল ও অক্সিজেন হাসপাতাল, উত্তরপ্রদেশের শ্রী রামমূর্তি সমরক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, উত্তরাখণ্ডের ভারত হার্ট ইনস্টিটিউট৷

Advertisement

ফের কাঠগড়ায় অ্যাপোলো, পেসমেকার বসানোর বিভ্রাটে রোগীর মৃত্যু

প্রয়োজনের সময় হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন বজায় রাখতে ব্যবহার করা হয় স্টেন্ট৷ আগে এই চিকিৎসার সামগ্রী বেশ ব্যয়বহুল ছিল৷ সম্প্রতি এর দাম কমিয়ে দিয়েছে ওষুধের দাম নিয়ন্ত্রক সংগঠন এনপিপিএ৷ সংগঠনটির দাবি, তাদের নির্দেশ হাসপাতালগুলি পালন করছে কি না তা দেখার জন্য প্রাথমিক তদন্ত করা হয়েছিল৷ তখনই দেখা যায়, বিখ্যাত এই হাসপাতালগুলি আগের মতোই স্টেণ্টের জন্য রোগীর কাছ থেকে বেশি দাম নিচ্ছে৷

নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক

যদিও অভিযুক্ত হাসপাতালগুলির দাবি, কোনও রোগীর কাছ থেকেই স্টেন্টের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হয়নি৷ নির্দেশ লঙ্ঘনের আরও প্রমাণ পেলেই কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে এনপিপিএ৷ ইতিমধ্যেই দুটি হাসপাতালকে নোটিস পাঠানো হয়েছে৷ দু-সপ্তাহ আগেই করোনারি স্টেণ্টের দাম চারশো শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় কেন্দ্র৷

টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের

The post কেন্দ্রের নির্দেশকে অমান্য করে বেশি দামে স্টেন্ট বিক্রির অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement