সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুত্বপূর্ণ সেতু। ব্রিজে হাঁটছে কয়েকজন কিশোর-বালক। এক ধারে দাঁড়িয়ে এক বালক। কাছে যেতে বোঝা গেল হাত দিয়ে সেই সেতুর নাট খুলছে সে। খুলেই ছুট। যেন নাট খোলা যেন একটা খেলা! ঘটনাটি বিহারের। ভিডিওটি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে (ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। প্রশ্ন উঠছে কী করে হাতে খোলা যাচ্ছে নাট? খোলা এত সহজ? গুণগত মান ও যাতায়াতকারীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।
গতবছর বিহারে একমাসের ব্যবধানে ১৫টি সেতু ভেঙে পড়ে নীতিশ কুমারের রাজ্যে। তারপর একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সেতুর গুণগত মান, ডিজাইন, তৈরিতে ব্যবহার মেটিরিয়ালস, ভার বহনের ক্ষমতা-সহ একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে।
সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই ভাইরাল এই ভিডিও। দেখা যাচ্ছে কিশোরটি খুব সহজেই হাতের সাহায্যেই নাটবল্টু খুলছে। পাশে বেশ কয়েকটি নাট আগে থেকেই খুলে রাখা হয়েছে সেখানে। এই ভিডিও নেটনাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একজনের প্রশ্ন, কেমন ধরনের নাট এটি? যা শুধু হাতের সাহায্যেই খোলা যাচ্ছে? অন্য এক নেট নাগরিক লেখেন, 'স্যতি, যে কেউ এটা খুলতে পারে। খুব সুন্দর ভাবে ডিজাইন করা ও তৈরি করা হয়েছে দারুণ।'
ওই কিশোরকে ধরতে যাওয়া হলে সে ছুটে পালিয়ে যায়। সেতুতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এই কাণ্ডের পর ওই সেতুতে যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক বলছেন, 'বিহারেই এমন সম্ভব।'
