shono
Advertisement

‘সব রাজ্যের সহযোগিতাতেই গড়ে উঠবে নয়া ভারত’

নীতি আয়োগের বৈঠকে বললেন মোদি৷ The post ‘সব রাজ্যের সহযোগিতাতেই গড়ে উঠবে নয়া ভারত’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:14 PM Apr 23, 2017Updated: 12:10 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ডাকা নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানালেন, সব রাজ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতাই এক নয়া ভারত গড়ে তুলতে পারে৷ এদিনের বৈঠকে যোগ দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের৷

Advertisement

বৈঠকে যুক্তরাষ্ট্রীয় সমন্বয়ের উপর জোর দেন প্রধানমন্ত্রী৷ জিএসটি-কে এই সমন্বয়ের ‘ফসল’ বলে উল্লেখ করেন৷ বলেন, ‘এক দেশ, এক লক্ষ্য’ নীতিই ফুটে উঠেছে জিএসটি-তে৷ দেশ জুড়ে পরিকাঠামো গড়ে তোলার ধারাকে অব্যাহত রাখার উপরেও এদিন জোর দেন প্রধানমন্ত্রী৷ এদিনের বৈঠকের পর সন্ধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ এদিনের বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পাঞ্জাবের অমরিন্দর সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং৷ ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

নীতি আয়োগের রবিবারের বৈঠকের মূল লক্ষ্য দেশ আগামী ১৫ বছর কোন পথে এগোবে, তার ‘ভিশন’ তৈরি করা৷ আরও দু’টি লক্ষ্য হল, আগামী সাতবছর এই সরকার কী কী জনকল্যাণমূলক পদক্ষেপ করবে তার পরিকল্পা ও আগামী তিন বছরের একটি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি৷ সোভিয়েত জমানার পঞ্চবার্ষিকী পরিকল্পনার রেওয়াজ বাতিল করেছে নরেন্দ্র মোদি সরকার৷ আগের মতো শুধু আর্থিক ও সামাজিক উন্নয়ন নয়, এদিনের বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়েও আলোচনা হয়েছে৷

The post ‘সব রাজ্যের সহযোগিতাতেই গড়ে উঠবে নয়া ভারত’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement