shono
Advertisement
Voter Adhikar Yatra

ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা'কে অশ্রাব্য গালিগালাজ! 'রাহুলকে ক্ষমা চাইতে হবে', তোপ বিজেপির

ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করছেন।
Published By: Subhajit MandalPosted: 02:36 PM Aug 28, 2025Updated: 03:17 PM Aug 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্ক। ওই যাত্রাপথের এক সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হল। রেহাই পেলেন না নরেন্দ্র মোদির প্রয়াত মা হীরাবেন মোদিও। তাঁকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে।

Advertisement

‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা কে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান।

বিজেপি বলছে, ভোটার অধিকার যাত্রার ওই মঞ্চে যে ভাষায় প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে সেটা ইতিহাসে কোনওদিন হয়নি। বিজেপি মুখপাত্র নীরজ কুমার বলছেন, "রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। এবং দলের কর্মীদেরও সেই বার্তা দিচ্ছেন।" তাঁর অভিযোগ, "গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না।" বিজেপির ওই মুখপাত্রের দাবি, ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে।

উল্লেখ্য, এই ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করছেন। বুধবারও রাহুল দাবি করেছেন, ট্রাম্প মোদিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। তিনি সেই সময়সীমা পর্যন্তও অপেক্ষা করেননি। মাত্র ৫ ঘণ্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, নরেন্দ্র মোদির পুরো ভাবমূর্তিই সংবাদমাধ্যমের তৈরি। তিনি আসলে কিছুই নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্ক।
  • ওই যাত্রাপথের এক সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হল।
  • রেহাই পেলেন না নরেন্দ্র মোদির প্রয়াত মা হীরাবেন মোদিও।
Advertisement