shono
Advertisement

‘পাশে আছি’, ইজরায়েলে জঙ্গি হামলায় বার্তায় ‘মর্মাহত’ মোদির

ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছুড়েছে জঙ্গি গোষ্ঠী হামাস।
Posted: 05:17 PM Oct 07, 2023Updated: 05:17 PM Oct 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে মিনিট কুড়ির মধ্যে ছুড়ল ৫ হাজার রকেট! এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল সরকার। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ইজরায়েলের উপরে যেভাবে জঙ্গি হামলা হয়েছে তাতে তিনি অত্যন্ত মর্মাহত।

Advertisement

মোদিকে লিখতে দেখা গিয়েছে, ‘ইজরায়েলে হওয়া জঙ্গি হামলায় অত্যন্ত মর্মাহত। নিরীহ আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে রয়েছে আমাদের প্রার্থনা ও কামনা। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি।’

[আরও পড়ুন: গুঁড়িয়ে গিয়েছে চুংথাং, পর্যটকদের ‘স্বপ্নের শহর’এখন যেন ‘মৃত্যুপুরী’!]

উল্লেখ্য, ইজরায়েল ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইজরায়েল গাজার এক যৌথ আক্রমণের মুখে পড়েছে ইহুদিদের ছুটির দিনে। হামাস জঙ্গিরা রকেট ছুড়ছে। অনুপ্রবেশও করছে। পরিস্থিতিটা সহজ নয়, কিন্তু জয়ী হবে ইজরায়েলই।’

[আরও পড়ুন: ‘কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করুন’, মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি অধীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement