shono
Advertisement

‘মাস্টারস্ট্রোক’দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের

প্রথম সাংবাদিক বৈঠকেই কী বোমা ফাটালেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী? The post ‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Mar 19, 2017Updated: 05:51 AM Mar 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর উপর উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে কোনও ভুল করেননি৷ নয়া মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এতদিন ধরে দুর্নীতি, দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে, সেই যুগ উত্তরপ্রদেশে খতম৷ লোক কল্যাণের জন্য কাজ করবে নয়া সরকার৷ এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের মানুষকে আশ্বাস দেন, ‘টিম যোগী’ তাঁদের রাজ্যকে ‘উত্তম রাজ্য’ করে তুলবে৷

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমানভাবে কাজ করবে নতুন রাজ্য সরকার৷ কারও পক্ষে বা বিরুদ্ধে নয়, সকলকে নিয়ে চলবে প্রশাসন৷” সরকার যে কোনও ভুল করলে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারবেন বলেও এদিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷

প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই চলবে রাজ্য, বলেছেন মুখ্যমন্ত্রী৷ ভোটের সময় রাজ্যের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলির যথাযথ পালন করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ৷ আশ্বাস দিয়েছেন, রাজ্যে আরও নতুন কর্মসংস্থানের বন্দোবস্ত করবেন৷

দেখুন ভিডিও:

The post ‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement