সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙ্কটেশ্বরের পত্নী তিনি। তাই মন্দিরে ঈশ্বরের আসনের পাশেই তাঁর স্থান। সেখানেই বিরাজমান হতে চান তিনি। মন্দিরের ভিতরে দাঁড়িয়ে এক যুবতী এমন দাবি করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন পুরোহিত। যুবতীর চুল ধরে টেনে হিঁচড়ে তাঁকে মন্দিরের বাইরে বের করে দেওয়া হল! সোশ্যাল মিডিয়ায় গোটা দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনা বেঙ্গালুরুর এক মন্দিরের। গত ২১ ডিসেম্বর এই অমানবিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে অম্রুতাহলি থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তারপরই ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, ওই মহিলা মন্দিরের ভিতরে ঢুকে লাগাতার ভেঙ্কটেশ্বরের আসনের পাশে বসার আবদার জানাতে থাকেন। কিন্তু সেখানে উপস্থিত পুরোহিত সে অনুমতি দেননি। অভিযোগ, অনুমতি না মেলায় রেগে গিয়ে পুরোহিতের মুখে থুথু ছোঁড়েন ওই মহিলা। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলার আচরণে তিতিবিরক্ত হন পুরোহিত।
[আরও পড়ুন: মুম্বই হাসপাতাল থেকে এল দুঃসংবাদ! বিশ্বকাপ থেকেও হয়তো ছিটকে যাবেন পন্থ]
এরপরই তাঁকে প্রথমে কষিয়ে চড় মারের ওই পুরোহিত। তারপর ধাক্কা মেরে বের করে দেওয়ার চেষ্টা করেন। তাতে মন্দিরের মেঝেয় পড়ে যান তিনি। তখনই তাঁর চুলের মুঠি ধরে টানতে টানতে মন্দিরের বাইরে বের করেন ওই পুরোহিত। মন্দিরের বাইরে এক ব্যক্তি ওই মহিলাকে ধরে তোলেন। গোটা ঘটনা ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়।
দেখা যায়, পুরোহিতের বেশে থাকা ব্যক্তি যখন মহিলার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, তখন সেখানে উপস্থিত আরও দুই ব্যক্তি দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেন। কিন্তু কোনও বিরোধিতা করেননি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই মহিলা মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সে কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু তাঁর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তা দেখে বিস্মিত নেটিজেনরা।