shono
Advertisement

কন্যাসন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে তিন তালাক, পুলিশের দ্বারস্থ নির্যাতিতা

গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ The post কন্যাসন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে তিন তালাক, পুলিশের দ্বারস্থ নির্যাতিতা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:50 PM Jul 16, 2018Updated: 01:20 PM Jul 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বহু বিতর্ক পেছনে ফেলে লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিরোধী বিল৷ কিন্তু, তালাক বিরোধী আইন তৈরি হলেও আজও অন্ধকারের যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মুসলিম মহিলাদের একাংশ৷ সামান্য কন্যাসন্তান জন্ম দেওয়ার অভিযোগে গৃহবধূকে তালাক দেওয়ার দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Advertisement

[কোর্ট চেম্বারে ধর্ষিত মহিলা আইনজীবী, কাঠগড়ায় সিনিয়র]

উত্তরপ্রদেশের অনামী গ্রাম শ্যামলি৷ বছর দুয়েক আগে এই গ্রামেই বিয়ে হয়েছিল বছর ১৯-এর এক যুবতীর৷ নানান অভাব-অভিযোগের মধ্যে দিয়ে চলছিল দাম্পত্য জীবন৷ দুঃখ-কষ্টের মধ্য দিয়েই কোনও ক্রমে দিন কাটছিল ওই গৃহবধূর৷ কিন্তু, সন্তান জন্ম দিতেই ঘটল বিপত্তি৷ সন্তানের দেখভালের পরিবর্তে গৃহবধূকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল  শ্বশুরবাড়ির বিরুদ্ধে৷ কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণেই গৃহবধূকে বাড়িতে নিয়ে যেতে আপত্তি ছিল পরিবারের৷ কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে এক সপ্তাহের শিশু-সহ ওই গৃহবধূকে তিন তালাক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়৷


শ্বশুরবাড়ির আশ্রয় হারিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ৷ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ৷ সংবাদ সংস্থা এএনআইকে নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন, ‘‘আমার স্বামী ও তাঁর পরিবার আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে৷ কন্যাসন্তান জন্ম দিয়েছি বলে আমার বাবা-মায়ের কাছ থেকে পণ বাবদ সাইকেল ও টাকা নিয়ে আনতে বলা হয়েছে৷ আমি ওঁদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে তালাক দিয়ে বাড়িছাড়া করা হয়েছে৷’’ গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

The post কন্যাসন্তান জন্ম দেওয়ায় গৃহবধূকে তিন তালাক, পুলিশের দ্বারস্থ নির্যাতিতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement