সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু পরিচয় দিয়ে প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেমের জালে ফাঁসিয়ে তরুণীকে ধর্ষণ ও ধর্ম পরিবর্তনের চেষ্টা! মধ্যপ্রদেশের ইন্দোরে লাভ জেহাদের এমনই গুরুতর অভিযোগ সামনে এল। অভিযুক্ত মুসলিম যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্তকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লসুড়িয়া থানা এলাকায় এক পেট্রোল পাম্পে কাজ করতেন বছর ২২-এর এক তরুণী। সেখানেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক নিজেকে হিন্দু বলে পরিচয় দেন। বলেন, তাঁর নাম অশ্বিন। নাম ভাঁড়িয়ে তরুণীর সঙ্গে বন্ধুত্ব করেন। তাঁর দাবি অনুযায়ী, বন্ধুত্ব হলেও কখনও কোথাও একত্রে বেড়াতে যাননি তাঁরা। গত ৭ ডিসেম্বর ওই যুবক তাঁকে এক জায়গায় দেখা করতে বলেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন যুবকের পরিবারের সদস্যরা। সেখানে তাঁদের কথাবার্তায় তরুণী জানতে পারেন ওই যুবক মুসলিম। এবং তাঁর আসল নাম অনস। সেখানে তাঁকে 'নিকাহ' করার জন্য চাপ দেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সেখান থেকে চলে আসেন তরুণী।
নির্যাতিতার দাবি অনুযায়ী, এরপর ১২ ডিসেম্বর রাত ১০.৩০ নাগাদ ফের তাঁকে ডাকেন ওই যুবক। কথা বলার নামে তাঁকে একটি ঘরে ডেকে নিয়ে যান যুবক। সেখানে তাঁকে ধর্ম বদলে বিয়ে করার জন্য চাপ দেন। তবে রাজি না হওয়ায় তরুণীকে মারধর ও জোর করে ধর্ষণ করা হয়। হুমকি দেওয়া হয়, এই ঘটনার কথা কাউকে জানালে খুন করে দেওয়া হবে।
সেখান থেকে কোনওমতে বাড়ি ফিরে নিজের মাকে গোটা ঘটনার কথা জানান তরুণী। পরিবারের পরামর্শেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অনস নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ঘেঁটে আরও একাধিক মহিলার ছবি পাওয়া গিয়েছে। একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
