সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা থেকে ক্যানসার ওষুধ, যে কোনও সমস্যার 'মুশকিল আসান' তিনি। যদিও চিকিৎসা বিজ্ঞানকে ফুৎকারে উড়িয়ে তাঁর নিদান বারবার উঠে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এহেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev) এবার দিল্লি দূষণ (Delhi Pollution) থেকে রক্ষা পাওয়ার নিদান দিলেন। তাঁর দাবি, বিকাশ (উন্নয়ন) হচ্ছে ধুলো তো উড়বেই। পাশাপাশি তার দাবি, 'এয়ার পিউরিফায়ার' হল ধনীদের বিলাসিতা, হুজুগে পা না দিয়ে বাড়িতে পর্দা লাগান। শুধু তাই নয়, দূষণ থেকে বাঁচতে বেশকিছু ব্যায়ামেরও পরামর্শ দেন তিনি।
সম্প্রতি এক টিভি চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে রামদেবকে দিল্লির দূষণ প্রসঙ্গে রামদেব বলেন, ''দেশ এখনও উন্নয়নের পথে এগিয়ে চলেছে, এই অবস্থায় কিছু ধুলো তো উড়বেই। কখনও কখনও দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়। এই অবস্থায় আপনাদের উচিত নিজের ঘরে পর্দা টাঙানো। ১৫-২০ দিন পর সেই পর্দা একবার পরিষ্কার করুন এবং অবশ্যই মাস্ক পরে থাকুন।" এর পাশাপাশি দিল্লিবাসীকে বাড়ি বসে বেশকিছু ব্যায়ামের পরামর্শ দেন তিনি। বলেন, "বাড়িতে বসে অনুলোম-বিলোম ও কপালভাতি করুন।" গোটা দিল্লি জুড়ে যেভাবে এয়ার পিউরিফায়ারের চাহিদা বাড়ছে, সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন রামদেব। তাঁর কথায়, "এসব হল ধনীদের বিলাসিতা। এইসব বিলাসিতায় পা দেওয়ার কোনও প্রয়োজন নেই।"
উল্লেখ্য, যতদিন যাচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। গত শনিবার চলতি বছরের সবচেয়ে খারাপ অবস্থা ছিল দিল্লির। একিউআই সূচক ছিল ৪৩১। তীব্র দূষণের জেরে ফের দিল্লিতে লাগু হয়েছে 'GRAP 3'। যার মাধ্যমে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ এবং স্কুলগুলিকে হাইব্রিড মোডে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক পরামর্শ দিয়েছেন বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করার, N-95 মাস্ক পরার। এছাড়া ঘরের ভিতরে গাছপালা লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
