shono
Advertisement
Sydney Beach Attack

'সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স', সিডনিতে ইহুদিদের উৎসবে হামলায় নিন্দা মোদির

সিডনির সৈকতে দুই বন্দুকবাজের হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে।
Published By: Saurav NandiPosted: 06:15 PM Dec 14, 2025Updated: 06:36 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে হামলার ঘটনায় কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিডনির সৈকতে (Sydney Beach Attack) দুই বন্দুকবাজের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে জঙ্গিহানা হামলা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ভারত সবসময় সমর্থন করবে।"

Advertisement

সিডনির বন্ডি বিচে শিশু পার্কের কাছে ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। তদন্তকারীরা বলছেন, মাস খানেক ধরে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। গুলির শব্দ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পালটা গুলি চালানোয় মৃত্যু হয়েছে এক বন্দুকবাজের। আর এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে 'সন্ত্রাসবাদী হামলা' হিসাবেই দেখছে পুলিশ। তারা জানিয়েছে, ঘটনার পর অকুস্থলের কাছে একটি গাড়ি থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার হয়েছে, যা আততায়ীদেরই বলে মনে করা হচ্ছে।

এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, "বন্ডি সৈকতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছি। ইহুদিদের উৎসব হানুক্কাহ উদযাপনের সময়ে এই হামলা চালানো হল। এই ঘটনায় যাঁরা নিহত হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা গোটা ভারতবাসীর তরফে। এই সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে আছি।" প্রসঙ্গত, হামলা চালানোর জন্য কি নির্দিষ্ট করে ইহুদিদের উৎসবকেই বেছে নেওয়া হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তা হলে গোটা ঘটনার সঙ্গে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের কোনও সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এর পরেই পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই প্রত্যাঘাতের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। যা নিয়ে পাকিস্তানের সঙ্গে টানাপড়েনও তৈরি হয়। পরে অবশ্য যুদ্ধবিরতিতে রাজি হয় দু'পক্ষ। ওই ঘটনার পর থেকেই 'সন্ত্রাসবাদ' আরও কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। মোদি সরকার জানিয়েছিল, ভারত ভবিষ্যতে যে কোনও সন্ত্রাসবাদী হামলাকে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ (অ্যাক্ট অব ওয়ার) হিসেবে দেখবে। যার অর্থ, তার জবাব ভারত যুদ্ধের মাধ্যমেই দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে হামলার ঘটনায় কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • সিডনির সৈকতে দুই বন্দুকবাজের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে।
  • এই ঘটনাকে জঙ্গিহানা হামলা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ভারত সবসময় সমর্থন করবে।"
Advertisement