shono
Advertisement
Delhi

কয়েক মাস পরই বিয়ে, হবু বরের সঙ্গে রোলারকোস্টার চড়াই কাল! ছিটকে পড়ে মৃত্যু যুবতীর 

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Subhankar PatraPosted: 01:44 PM Apr 06, 2025Updated: 01:53 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস পরে বিয়ে। হবু স্বামীর সঙ্গে একটি জনপ্রিয় পার্কে গিয়েছিলেন যুবতী। সেই আনন্দই কাল হল! রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবতীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা। তিনি চাণক্যপুরীর বাসিন্দা। একটি বেসরকারী সংস্থায় সেলস ম্যানেজার হিসাবে কাজ করতেন প্রিয়াঙ্কা। ২০২৩ সালে তাঁর বিয়ে ঠিক হয় নিখিল নামের যুবকের সঙ্গে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের কথা ছিল। বৃহস্পতিবার নিখিলের সঙ্গেই দিল্লির অ্যামিউজমেন্ট পার্ক 'ফান অ্যান্ড ফুড ভিলেজে' ঘুরতে যান তিনি।

সেখানে হবু স্বামীর সঙ্গে রোলারকোস্টার ওঠেন প্রিয়াঙ্কা। রোলারকোস্টারটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনর পর সেখান থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে তাঁর। আশাঙ্কজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় প্রিয়াঙ্কার। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রিয়াঙ্কার দাদা মোহিত বলেন, "প্রিয়াঙ্কা পড়ে যাওয়ার পর নিখিল ওকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার সময় মারা যায়।" পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মোহিতের কথায়, যদি কোনও অসুবিধা ছিল। তাহলে কেন রোলারকোস্টার রাইডটি খোলা হল। ওরা কি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে?" ঘটনায় পার্ক কতৃপক্ষের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েক মাস পরে বিয়ে। হবু স্বামীর সঙ্গে একটি জনপ্রিয় পার্কে গিয়েছিলেন যুবতী।
  • সেই আনন্দই কাল হল! রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবতীর।
  • মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
Advertisement