সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ৯৯তম ‘মন কি বাতে’ নারীশক্তির জয়গান গাইলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশের বিভিন্ন ক্ষেত্রে মহিলা ক্ষমতায়নের একাধিক নজির তুলে ধরে তাঁর দাবি, দেশের ক্ষমতায়নে মহিলাদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর ৯৯তম ‘মন কি বাতে’র অংশ ছিলেন দিঘার মৎস্যজীবীরা। এদিন তাঁদের অভাব-অভিযোগ শোনেন প্রধানমন্ত্রী।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল। ১২ রাজ্যের মানুষজনের অভাব অভিযোগ শোনেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চিলেন দিঘার মৎস্যজীবীরা। তাঁদের অভাব-অভিযোগ শোনেন মোদি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই ভূমিকায় উজ্জীবিত মোহনার মৎস্যজীবীরা। এরপর বেলা ১১টায় শুরু হয় মন কি বাত অনুষ্ঠান। যেখানে মহিলা ক্ষমতায়ন, তাঁদের উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি অঙ্গদানেও উৎসাহ দেন প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: ফেসবুকে ভুয়ো ‘কলগার্ল’ অ্যাকাউন্ট, দিনরাত উড়ো ফোনে বিরক্ত দম্পতি, দায়ের অভিযোগ]
মোদি বলেন, “দেশের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মহিলারা। গত ৭৫ বছরে প্রথবার নাগাল্য়ান্ডের দুই মহিলা জনপ্রতিনিধি বিধানসভার অংশ হয়েছেন।” তিনি আরও জানান, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে মহিলা বাহিনী মোতায়েন করেছে ভারত। মহিলারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের শক্তি প্রদর্শন করছেন।
[আরও পড়ুন: ফেসবুকে ভুয়ো ‘কলগার্ল’ অ্যাকাউন্ট, দিনরাত উড়ো ফোনে বিরক্ত দম্পতি, দায়ের অভিযোগ]
পাশাপাশি অঙ্গদান করেছেন এমন ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন প্রধানন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে সারা দেশে ৫ হাজার অঙ্গদানের নজির ছিল। ২০২২ সালে ১৫ হাজারের বেশি অঙ্গদান হয়েছে।