উত্তরপ্রদেশে জমি মাফিয়া এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে ফের কড়া দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। সোমবার লখনউয়ে আয়োজিত ‘জনতা দর্শন’ কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পর এই বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের জমি দখল বা কোনও প্রকার দাদাগিরি বরদাস্ত করবে না তাঁর সরকার। অপরাধীদের বিরুদ্ধে অভিযান যেমন চলছে, তেমনই চলবে।
এ দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের প্রত্যেকের কথা ধৈর্য ধরে শোনেন যোগী। অধিকাংশ অভিযোগই ছিল জমি দখল এবং শ্লীলতাহানি বা মারধর সংক্রান্ত। অভিযোগ পাওয়ার পরেই উপস্থিত আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যোগী বলেন, “বেআইনি দখলদারি কোনও ভাবেই সহ্য করা হবে না। জমি মাফিয়া এবং অসামাজিক মৌলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রশাসনের অগ্রাধিকার।”
এ দিনের সভায় উপস্থিত আধিকারিকদের যোগী সাফ জানান, জেলা স্তর থেকে শুরু করে পুলিশি রেঞ্জ বা জোন— সব জায়গাতেই অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত রাজস্ব ও আইনি বিবাদগুলি যেন দীর্ঘসূত্রিতার কবলে না পড়ে, সে দিকে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আইন-শৃঙ্খলার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না। গাফিলতি দেখলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
জনতা দর্শনে চিকিৎসা সংক্রান্ত আর্থিক সাহায্যের আর্জি নিয়েও এসেছিলেন অনেকে। যোগী তাঁদের আশ্বস্ত করে জানান, অর্থাভাবে কারও চিকিৎসা আটকাবে না। দ্রুত হাসপাতালের খরচের হিসাব (এস্টিমেট) জমা দিলেই সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হবে।
প্রশাসনের কাজের পাশাপাশি এ দিন মুখ্যমন্ত্রীর মানবিক রূপও ধরা পড়ে। অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে এসেছিলেন। যোগী ছোটদের সঙ্গে গল্প করেন এবং তাদের হাতে চকোলেট তুলে দেন। কড়া শীতের আমেজ থাকায় অভিভাবকদের সন্তানদের শরীরের দিকে বিশেষ নজর দিতে পরামর্শ দেন তিনি। সব মিলিয়ে, একদিকে প্রশাসনিক কঠোরতা এবং অন্যদিকে সাধারণ মানুষের জন্য সহমর্মিতা— এই দুই সুরেই বাঁধা ছিল এ দিনের কর্মসূচি।
