shono
Advertisement
Pokhran

যুদ্ধবিমান উড়ে যেতেই বিকট শব্দ, পোখরানের আকাশ থেকে কী খসে পড়ল?  

উত্তর দিল ভারতীয় বায়ুসেনা।
Published By: Kishore GhoshPosted: 08:24 PM Aug 21, 2024Updated: 08:50 PM Aug 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ থেকে কী খসে পড়ল? বিকট শব্দে ভয়ে কেঁপে ওঠেন স্থানীয়রা। পরে আস্বস্ত করেন ভারতীয় বায়ুসেনা আধিকারিকরা। আসলে একটি ভারতীয় যুদ্ধ বিমান থেকে আচমকা খসে পড়েছিল ‘এয়ার স্টোর’! রাজস্থানের পোখরান সীমান্তে প্রযুক্তিগত গোলযোগের কারণেই ওই ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে ভারতীয় বায়ু সেনা। তবে এই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু প্রশ্ন হল, ‘এয়ার স্টোর’ কী?

Advertisement

‘এয়ার স্টোর’ হল যুদ্ধবিমানের বাইরের অংশ। সাধারণত এই অংশে থাকে গোলাগুলি, বোমা এবং সেনার ব্যবহৃত অন্যান্য সামগ্রী। যা যুদ্ধের সময়ে এবং অস্ত্র মহড়ার সময়ে কাজে লাগে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রেও দৈনন্দিন মহড়া চলছিল। তখনই কোনও ভাবে ‘এয়ার স্টোর’টি বিমান থেকে আলগা হয়ে খসে পড়ে। বিকট শব্দে ভয় পান গ্রামবাসীরা। কেউ আহত হননি বা সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি বলেই জানা গিয়েছে।

 

[আরও পড়ুন: রাষ্ট্রের রোষে যুবক থেকে বৃদ্ধ! বাংলাদেশে ৩৭ বছর কারাবাসের পর ঘরে ফিরলেন শাহজাহান]

ঘটনার বিষয়ে অবগত রামদেওড়া থানার ইনস্পেক্টর শঙ্কর লাল। তিনি জানান, প্রচণ্ড জোর আওয়াজে আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে তাঁরা টুকরো টুকরো জিনিস পড়ে থাকতে দেখেন। তবে কী খসে পড়েছে যুদ্ধবিমানের এয়ার স্টোর থেকে তা স্পষ্ট হয়নি।

 

[আরও পড়ুন: এবার ছত্তিশগড়, ১৭ জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুদ্ধবিমানের সঙ্গে থাকা ‘এয়ার স্টোর’ কী?
  • ঘটনার বিষয়ে অবগত রামদেওড়া থানার ইনস্পেক্টর শঙ্কর লাল।
Advertisement