সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহসিকতার আরও এক নাম অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। বালাকোটের নায়ক ভারতীয় বায়ুসেনার এই পাইলটের নাম শুনলে এখনও কাঁপন ধরে পাকিস্তানের শিবিরে। সাহসিকতার জন্যই এবার উইং কমান্ডার অভিনন্দনকে পদোন্নতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন করল বায়ুসেনা।
[আরও পড়ুন: মোদির আলিঙ্গনে অস্বস্তিতে রাষ্ট্রসংঘের মহাসচিব! ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি]
পাকিস্তানের মাটিতে বিমান নিয়ে ঢুকে ওদের যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন। তারপর থেকেই নায়কের সম্মান পেয়ে আসছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানি এফ-১৬ বিমানকে যুদ্ধে গুলি করে নামানোর জন্য তাঁকে শৌর্যচক্রে ভূষিত করা হয় তাঁকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিনন্দনের পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। দ্রুত নতুন পদে যোগ দেবেন তিনি। বলে রাখা ভাল, স্থলসেনায় কর্নেল পদের সমকক্ষ হচ্ছে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদ।
উল্লেখ্য, ২০২১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল৷ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান৷ শহিদের রক্তে ক্ষোভ তৈরি হয় ভারতবাসীর মনে৷ প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷
তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷