shono
Advertisement
Indian Army

সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট! এবার সোজা নোটিস পাঠাবে সেনা

আগে এই ধরনের নোটিস পাঠানোর জন্য সেনাকে নির্ভর করতে হত ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপর।
Published By: Subhajit MandalPosted: 03:01 PM Oct 31, 2024Updated: 03:01 PM Oct 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় কোনওরকম পোস্ট করার আগে সাবধান। এবার আপত্তিকর পোস্ট হলে সরাসরি নোটিস পাঠিয়ে দিতে পারে সেনা। এতদিন এই ধরনের পোস্ট সরানোর জন্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপর নির্ভর করতে হত ভারতীয় সেনাকে।

Advertisement

কেন্দ্র সরকারি সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ (৩) ধারায় সেনাকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের এক এডিজি পদমর্যাদার অফিসারকে ‘নোডাল অফিসার’ হিসেবে চিহ্নিত করেছে। নোটিস পাঠানোর কাজটি করবেন ওই নোডাল অফিসারই। সোশাল মিডিয়ায় সেনাকে নিয়ে কোনওরকম আপত্তিকর পোস্ট দেখলেই তিনি সরাসরি ওই সোশাল মিডিয়া নিয়ন্ত্রককে নোটিস পাঠাতে পারবেন। তারপর ওই সোশাল মিডিয়া কর্তৃপক্ষ ওই পোস্টটি ডিলিট করার নির্দেশ দেওয়া বা ওই উইজারের বিরুদ্ধে কোনও পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে।

আগে এই ধরনের নোটিস পাঠানোর জন্য সেনাকে নির্ভর করতে হত ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপর। কিন্তু সেই প্রক্রিয়া দীর্ঘ হত। ফলে ফেক নিউজ বা সেনাকে নিয়ে অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকত। সেনার আশা, এবার সরাসরি এই ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার পাওয়ায় এই ব্যাপারগুলির দ্রুত নিষ্পত্তি হবে।

সোশাল মিডিয়ায় বাড়বাড়ন্তের জেরে ইদাদিং ভুয়ো খবর, সেনার প্রতি অবমাননাকর পোস্ট ছড়ানোর প্রবণতা বাড়ছে। কেন্দ্র মনে করছে, এই ধরনের পোস্টে সেনার এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সেটাকে নিয়ন্ত্রণ করতেই সেনার হাতে এই অধিকার দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় কোনওরকম পোস্ট করার আগে সাবধান।
  • এবার আপত্তিকর পোস্ট হলে সরাসরি নোটিস পাঠিয়ে দিতে পারে সেনা।
  • এতদিন এই ধরনের পোস্ট সরানোর জন্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপর নির্ভর করতে হত ভারতীয় সেনাকে।
Advertisement