shono
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে জঙ্গিদমনে মৃত্যু সেনাকুকুর ফ্যান্টমের, 'সত্যিকারের নায়ককে' হারিয়ে শোকবার্তা সেনার

সোমবার আখনুরে জঙ্গিদমন অভিযানে ফ্যান্টম ছিল সামনের সারিতে।
Published By: Kishore GhoshPosted: 12:23 PM Oct 29, 2024Updated: 12:54 PM Oct 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে জঙ্গি দমন অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টের। ঠিক এক বছর পর সোমবার জম্মু-কাশ্মীরের আখনুরে জঙ্গিদমন অভিযানে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সেনার কুকুর ফ্যান্টমের। বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে সমাজমাধ্যমে শোকবার্তা দিল সেনা।

Advertisement

সোমবার আখনুরে জঙ্গিদমন অভিযানে ফ্যান্টম ছিল একেবারে সামনের সারিতে। এক সময় জঙ্গিদের ঘিরে ফেলে জওয়ানরা। জঙ্গিরা তা বোঝামাত্র গুলিবৃষ্টি শুরু করে। তখনই সামনের সারিতে থাকা ফ্যান্টম গুলিবিদ্ধ হয়। সেনার সারমেয়র শরীর এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গুলিতে। পরে মৃত্যু হয় কুকুরটির। সেনার একাধিক অভিযানে বিশ্বস্ত সঙ্গী ছিল ফ্যান্টম। তাঁর মৃত্যুতে সমাজমাধ্যমে শোকবার্তায় সেনার 'হোয়াইট নাইট কোর' জানিয়েছে---একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারাল ‘হোয়াইট নাইট কোর’। অত্যন্ত সাহসী এবং সত্যিকারের নায়ক ছিল ফ্যান্টম। তার আনুগত্য, সাহস এবং নিষ্ঠাকে আজীবন মনে রাখা হবে।

সেনা সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৫ মে মাসে জন্ম ফ্যান্টমের। একাধিক ইউনিটে কাজ করেছে সারমেয়টি। বহু জঙ্গিদমন অভিযানে জওয়ানদের সঙ্গী হয়েছে। সাফল্যের সঙ্গে নিজের কর্তব্য পালন করেছে। উল্লেখ্য, গত বছর কাশ্মীরের রাজৌরি সেক্টরে নারলা গ্রামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল সেনাকুকুর কেন্টের। তার আগে ২০২২-এর অক্টোবরে অনন্তনাগে জেহাদিদের দু’টি গুলি বুক পেতে নেয় ‘জুম’ নামের আরও এক সেনার কুকুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল সারমেয়টির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সালের ২৫ মে জন্ম ফ্যান্টমের।
  • ফ্যান্টমের আনুগত্য, সাহস এবং নিষ্ঠাকে আজীবন মনে রাখা হবে, বার্তা সেনার।
Advertisement