shono
Advertisement

৬৫ তলা থেকে ঝাঁপ সেনাকর্মীর! অভিনব কায়দায় উন্মোচিত হল ডুরান্ড কাপের ট্রফি

কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে লাফান ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন।
Posted: 04:50 PM Jul 25, 2023Updated: 06:51 PM Jul 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনব উপায়ে উন্মোচন করা হল ডুরান্ড কাপের (Durand Cup) ট্রফি। কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি থেকে টুর্নামেন্টের ট্রফি নিয়ে ঝাঁপ দিলেন দুই সেনাকর্মী। ৬৫ তলার উপর থেকে প্যারাশুটে চেপে ময়দানে নেমে আসেন গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ও লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা। তাঁর সঙ্গে ছিল ডুরান্ড কাপের ট্রফি। কয়েকদিন পরেই শুরু হবে ১৩২তম ডুরান্ড কাপ। শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট আয়োজিত হবে কলকাতাতেই (Kolkata)। 

Advertisement

[আরও পড়ুন: স্কুলের থেকে নিয়োগের ক্ষমতা ‘কেড়ে’ নিজেদের হাতে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়রা! বিস্ফোরক CBI]

জানা গিয়েছে, অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সেই মতোই কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয়। ময়দানে অবস্থিত ‘দ্য ৪২’ (The 42) বহুতলের ৬৫ তলার ছাদে উঠে পড়েন ভারতীয় সেনার (Indian Army) অবসরপ্রাপ্ত দুই সৈনিক। প্যারাশুটে চেপে ডুরান্ড কাপের ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ কলকাতার আকাশে উড়ে বেড়ান তাঁরা। অবশেষে মিনিটখানেক পরে কলকাতা ময়দানে নেমে আসেন তাঁরা। সাহসী গ্রুপ ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কর্নেলকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনাও চোখে পড়ে। 

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ। মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। তার মধ্যে ১৯টি দল ভারতের। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ একাধিক জনপ্রিয় ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। কলকাতাতেই বসবে গোটা টুর্নামেন্টের আসর। সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট। ওয়াকিবহাল মহলের মতে, আগেও একাধিকবার কলকাতায় আয়োজিত হয়েছে ডুরান্ড কাপ। কিন্তু এই কায়দায় ট্রফি উন্মোচনের ঘটনা এই প্রথমবার। 

[আরও পড়ুন: বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের প্রথম একশোয় বিরাট, তালিকায় মাত্র দু’জন এশিয়ান তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement