সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের দাগিয়ে দেওয়া 'না' কে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে দেশের নারীশক্তি। অচলায়তন ভাঙতে ভাঙতে দেশ ছাড়িয়ে এবার বিদেশের মাটিতেও সাফল্যের নজির ভারতীয় নারীর (Indian Woman)। দেশের সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে বিশেষ পুরস্কার দিতে চলেছে রাষ্ট্রসংঘ (United Nation)। আগামী ৩০ মে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর হাতে তুলে দিতে চলেছেন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য মেজর রাধিকা।
এই পুরস্কার প্রসঙ্গে মেজর রাধিকা সেনের (Radhika Sen) প্রশংসা করে রাষ্ট্রংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 'উনি একজন সত্যিকারের লিডার ও রোল মডেল।' তিনি আরও জানান, এই সম্মান সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র আমাদের নারীদের একার দায় নয়।' অবশ্য রাষ্ট্রসংঘের এই পুরস্কার কোনও ভারতীয়ের জন্য নতুন নয়। এর আগে ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি। দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনের দায়িত্বে ছিলেন তিনি।
[আরও পড়ুন: পাকিস্তানের পর এবার চিন, ৬২’র হামলা নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য মণিশংকরের]
কে এই রাধিকা সেন?
হিমাচল প্রদেশের বাসিন্দা রাধিকা সেন। বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হওয়ার পর আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর পর ২০১৬ সালে তিনি যোগ দেন ভারতীয় সেনায়। সেখান থেকে রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি শিশু এবং মহিলাদের হয়ে কাজ করেন তিনি। গত বছর রাষ্ট্রসংঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন রাধিকা।