shono
Advertisement

প্রশংসনীয় উদ্যোগ, বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে স্বচ্ছতা অভিযান ভারতীয় সেনার

১৩০ টন জঞ্জাল পরিষ্কার করলেন ভারতীয় জওয়ানরা৷ The post প্রশংসনীয় উদ্যোগ, বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে স্বচ্ছতা অভিযান ভারতীয় সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Sep 27, 2019Updated: 04:26 PM Sep 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ নিয়ে চিন্তিত বিশ্বের প্রতিটি দেশ৷ প্রত্যেকদিন যে ভাবে বিশ্বের উষ্ণতা বাড়ছে, তা রাতের ঘুম কেড়েছে প্রতিটি রাষ্ট্রপ্রধানের৷ ক্ষমতায় এসেই পরিবেশ রক্ষার্থে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যে অভিযানে এতদিন ধরে সহযোগিতা করে এসেছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সংগঠন৷ এবার সেই সামাজিক প্রকল্পের সরিক হল ভারতীয় সেনাও৷ বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে ১৩০ টন জঞ্জাল পরিষ্কার করলেন জওয়ানরা৷

Advertisement

[ আরও পড়ুন: আরও এক মহাদেশের অস্তিত্ব! সম্প্রতি আবিষ্কৃত ‘গ্রেটার আড্রিয়া’ বাড়াচ্ছে জল্পনা ]

বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গনে দীর্ঘদিন ধরেই মোতায়েন রয়েছে ভারতীয় সেনা৷ হিমাঙ্কের অনেক নীচে উষ্ণতা থাকলেও, দেশ রক্ষার স্বার্থে সেখানে প্রাণপণ লড়াই চালিয়ে যান জওয়ানরা৷ এহেন সিয়াচেনের বুকেই একদিনে জমেছে জঞ্জালের পাহাড়৷ সম্প্রতি যার একটা বড় অংশ সাফ করলেন সেনা জওয়ানরা৷ নির্দিষ্ট করে বললে ১৩০.০৮ টন জঞ্জাল পরিষ্কার করলেন তাঁরা৷ যার মধ্যে ৪৮.৪১ টন জঞ্জাল জৈব পচনশীল এবং ৪০.৩২ টন অপচনশীল অধাতব জঞ্জাল৷ এছাড়া ৪১.৪৫ টন জঞ্জাল হল অপচনশীল ধাতব৷ জানা গিয়েছে, প্রবল ঠাণ্ডায় বরফের পুরু আস্তরণ ভেঙে এই জঞ্জাল সাফ করেছেন জওয়ানরা৷

[ আরও পড়ুন: দের কোন অংশে নেমেছিল ল্যান্ডার বিক্রম? ছবি পোস্ট করে নয়া তথ্য দিল নাসা ]

বিশ্বের ভয়ংকরতম এই রণক্ষেত্রে সেনার এই সচেতনতা অভিযান স্বভাবতই, নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে৷ পাশাপাশি জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে একাংশ৷ জানা গিয়েছে, প্রত্যেকদিনই প্রকৃতির নিত্যনতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গনে দিন গুজরান সেন জওয়ানরা৷ কোনও কোনও সময়ে এই অংশের উষ্ণতা নেমে যায় হিমাঙ্কের ৬০ ডিগ্রি নীচে৷ সেনার হিসাব বলছে, গত দশ বছরে এই অংশে শহিদ হয়েছেন ১৬৩ জন সেনা জওয়ান৷ ১৯৮৪ থেকে এই রণাঙ্গনে সেনা মোতায়েন করতে শুরু করেছে ভারত-পাকিস্তান৷

The post প্রশংসনীয় উদ্যোগ, বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে স্বচ্ছতা অভিযান ভারতীয় সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার