shono
Advertisement

Breaking News

আরও শক্তিশালী ভারত, আজই বায়ুসেনার হাতে আসছে সি-২৯৫ বিমান

মোট ৫৬টি সি-২৯৫ বিমান শক্তি বাড়াবে ভারতীয় সেনার।
Posted: 10:56 AM Sep 13, 2023Updated: 10:59 AM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রু দেশের রাতের ঘুম উড়িয়ে আরও শক্তিশালী ভারত। আজই আনুষ্ঠানিকভাবে স্পেনের (Spain) সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ (C295) তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে। দু’বছর আগে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য সংস্থা এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। সব ঠিক থাকলে ২৫ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দোনের বায়ুসেনা ঘাঁটিতে নামবে সি-২৯৫ ব্যাচের প্রথম বিমানটি।

Advertisement

আগেই চুক্তি হয়েছিল, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। পরবর্তী ধাপে ৪০টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, বায়ুসেনার হাতে সি-২৯৫ বিমান আসায় চিন সীমান্তে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলা সহজ হবে। এর ফলে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে সেনা।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ]

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ওই বিমান ব্যবহার করে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা যাবে। পাশাপাশি চলবে আকাশপথে নজরদারি। ভারতীয় বায়ুসেনায় বিভিন্ন ধরনের পরিবহণ বিমান রয়েছে। এএন-৩২, অ্যাভ্রো ব্যাচের পরিবহণ বিমানগুলি আয়তনে ছোট। আবার রাশিয়ায় তৈরি আই-এল ৭২ কিংবা আই-এল ৭৬ আয়তনে বেশ বড়। স্পেনের এয়ারবাস থেকে যে পরিবহণ বিমানগুলি কেনা হচ্ছে তাতে ৯ টন পর্যন্ত পণ্য পরিবহণ করা যাবে।  

[আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement