shono
Advertisement
Paris Olympics 2024

লক্ষ্য-সিন্ধুদের হাত ধরে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, স্বপ্নপূরণ করবে প্যারিস?

২০১২ সাল থেকে প্রত্যেক অলিম্পিকেই ব্যাডমিন্টনে পদক পেয়েছে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 09:03 PM Jul 31, 2024Updated: 09:19 PM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছিল ২০১২ সালে সাইনা নেহওয়ালের হাত ধরে। তার পর কোনও অলিম্পিক থেকেই খালি হাতে ফেরেননি ভারতীয় ব্যাডমিন্টন তারকারা। ২০২৪ প্যারিস অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখাচ্ছেন একাধিক ভারতীয় শাটলার। গ্রুপ পর্বের বাধা টপকে নকআউটে পৌঁছে গিয়েছেন প্রায় প্রত্যেকেই। একাধিক পদক জিতবেন ভারতের ব্যাডমিন্টন তারকারা, আশায় দেশবাসী।

Advertisement

চলতি অলিম্পিকে ভারতীয় শাটলারদের মধ্যে সবচেয়ে বড় আশার নাম পিভি সিন্ধু (PV Sindhu)। ২০১৬ রিও এবং ২০২০ টোকিওতে জোড়া পদক পেয়েছেন তিনি। তবে কোনওবারই সোনা আসেনি সিন্ধুর ঝুলিতে। রিওতে ফাইনালে উঠেও হারতে হয় ক্যারোলিনা মারিনের কাছে। গত অলিম্পিকের ফাইনালে পৌঁছতে পারেননি সিন্ধু। ব্রোঞ্জ জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। তবে প্যারিস অলিম্পিকে দুরন্ত ফর্মে রয়েছেন জোড়া পদকজয়ী। অনায়াসে গ্রুপ পর্বের বাধা টপকেছেন। তাঁর থেকে পদক আশা করা যেতেই পারে বলে জানিয়েছেন প্রকাশ পাডুকোনের মতো কিংবদন্তি।

[আরও পড়ুন: বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর

পদকের স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টির (Chirag Shetty) জুটিও। ২০২০ টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ভারতীয় জুটি। কিন্তু সেই ধাক্কা সামলে উঠে ভারতকে ঐতিহাসিক টমাস কাপ জেতাতে অনস্বীকার্য ভূমিকা ছিল সা-চি জুটির। সেবছর চোখ ধাধাঁনো পারফরম্যান্স করে এই জুটি। ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ২০২৩ সালে আয়োজিত এশিয়ান গেমসেও স্বর্ণপদক ছিনিয়ে নেন। প্রথম ভারতীয় জুটি হিসাবে ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে যান। অপরাজিত থেকে প্যারিস অলিম্পিকের গ্রুপ পর্ব শেষ করেছেন তাঁরা। এই ফর্ম ধরে রেখে পদক জিতবেন সাত্ত্বিক-চিরাগ, অনুমান ক্রীড়ামহলের।

জীবনের প্রথম অলিম্পিক (Paris Olympics 2024) খেলতে নেমে পদকের দাবিদার হয়ে উঠেছেন লক্ষ্য সেনও (Lakshya Sen)। গ্রুপ পর্বে একটি ম্যাচ জেতা সত্ত্বেও সেখান থেকে পাওয়া পয়েন্ট ডিলিট হয়ে যায়। তার পরের দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তরুণ তারকা। পদক জয়ের দাবিদারের তালিকায় সেভাবে না থাকলেও স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য। ভালো ছন্দে রয়েছেন সিঙ্গলসের আরেক তারকা এইচ এস প্রণয়ও। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ মহিলাদের ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো। কিন্তু বাকি শাটলারদের নিয়ে স্বপ্ন দেখছে ভারত।

[আরও পড়ুন: নবতিপর বাবার স্বপ্নপূরণ, ৫৮ বছরে অলিম্পিকে অভিষেক ঘটিয়ে চমকে দিলেন তানিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৬ রিও এবং ২০২০ টোকিওতে জোড়া পদক পেয়েছেন তিনি। তবে কোনওবারই সোনা আসেনি সিন্ধুর ঝুলিতে।
  • ২০২০ টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ভারতীয় জুটি। কিন্তু সেই ধাক্কা সামলে উঠে ভারতকে ঐতিহাসিক টমাস কাপ জেতাতে অনস্বীকার্য ভূমিকা ছিল সা-চি জুটির।
  • তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ মহিলাদের ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো।
Advertisement