সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি (T-20 Format) ফরম্যাটে নজির ভারতীয় ক্রিকেট দলের (India Cricket Team)। বিশ্বের দ্বিতীয় ক্রিকেট দল হিসেবে ২০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলল টিম ইন্ডিয়া। ভারতের আগে কেবল রয়েছে পাকিস্তান (Pakistan)। তারা ২২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ২২৩ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ১৩৪টিতে। অন্যদিকে ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিতেছে ১২৭টিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের ২০০-তম টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল জানা যায়নি।
টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার পরে টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে নেমেছে ভারত। টেস্ট ও ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজ দলের রক্তাল্পতা থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিশালী ক্যারিবিয়ানরা। দু’ ম্যাচের টেস্ট সিরিজ ভারত ১-০ জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজের ফলাফল ২-১ ।
[আরও পড়ুন: ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা, বলে শট মেরে টুর্নামেন্টের সূচনা]
এদিকে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটে বাংলার বোলার মুকেশ কুমারের। ক্যারিবিয়ান সফরে একের পর এক স্বপ্নপূরণ হচ্ছে তাঁর। ক্যারিবিয়ান সফরে প্রত্যেকটি ম্যাচেই যথেষ্ট ভাল বোলিং করেছেন মুকেশ। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। বৃহস্পতিবার সংক্ষিপ্ততম ফরম্যাটে তাঁর অভিষেক হল। সেই সঙ্গে টি-টোয়েন্টি অভিষেক হল ব্যাটার তিলক বর্মারও (Tilak Verma)।