shono
Advertisement
Indian Cricket Team

অনুশীলনের পরিকাঠামো সাদামাটা, বিশ্বকাপের আগে অসন্তোষ বাড়ছে টিম ইন্ডিয়ার সাজঘরে

উন্নত মানের পরিকাঠামোর অভাব ক্যান্টিয়াগ পার্কে।
Published By: Krishanu MazumderPosted: 08:27 PM May 30, 2024Updated: 08:59 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে অসন্তোষ বাড়ছে। ক্যান্টিয়াগ পার্কের পরিকাঠামো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করার পরই দ্রাবিড়ের উপলব্ধি পরিকাঠামো গড়পরতা। পিচ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সব কিছুই মেক শিফট। বিশ্বকাপের আগে পরিকাঠামো নিয়ে অসন্তোষ বাড়তে পারে অংশগ্রহণকারী দলগুলোর।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে চূড়ান্ত ব্যর্থ দল! তাঁকেই বিশ্বকাপের সেরা বোলার বেছে নিলেন রিকি পন্টিং]


১ জুন বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে নামছে ভারতীয় দল। ফলে সেই ম্যাচে নামার আগে ক্যান্টিয়াগ পার্কেই অনুশীলন করতে হবে ভারতকে। পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচ খেলার জন্য ফ্লোরিডায় উড়ে যাবে ভারতীয় দল।
আইপিএলের পরে ভারতীয় দলের ফোকাস এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর মধ্যেই ভারতের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি খেলবেন কিনা তা পরিষ্কার নয়। পিটিআইয়ের তরফে কোহলির নামা প্রসঙ্গে জানানো হয়েছে, ''এটা এখনও পরিষ্কার নয় যে এত লম্বা জার্নির পর শনিবার বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম-আপ ম্যাচে বিরাটকে আদৌ দেখা যাবে কিনা?” 

এদিকে তীব্র বৃষ্টির জন্য ভারতের অনুশীলন বন্ধ হয়ে যায়। একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচতে রোহিত ও রাহুল দ্রাবিড় দ্রুত স্প্রিন্ট টেনে গাড়িতে উঠছেন।  

 

[আরও পড়ুন: বিদেশি ব্রিগেডে পরিবর্তন! ইউরো কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপের আগে অসন্তোষ বাড়ছে।
  • ক্যান্টিয়াগ পার্কের পরিকাঠামো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
  • ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করার পরই দ্রাবিড়ের উপলব্ধি পরিকাঠামো গড়পরতা।
Advertisement