সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। রোহিত শর্মার টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। মেগা ইভেন্টে নামার আগে একটাই প্রস্তুতি ম্যাচ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। সেটা বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে। শনিবারের ওয়ার্ম আপ ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
প্রায় মাস দুয়েকের আইপিএলের পরে বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে টিম ইন্ডিয়া। প্র্যাকটিস ম্যাচের থেকেও নিউ ইয়র্কের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ ভারতীয়দের কাছে। এখানে আগে খেলেনি ভারত। সেই কারণে প্রথম ম্যাচে নামার আগে নিউ ইয়র্কের পরিবেশের খুঁটিনাটি জানাই আসল উদ্দেশ্য রোহিত শর্মাদের।
[আরও পড়ুন: ‘যখন গ্যালারিতে রোহিত আর বিরাটের স্ত্রীদের দেখি…’ হঠাৎ কেন সৌরভের মুখে ঋতিকা-অনুষ্কার কথা?]
পরিবেশের মতো আরও একটা সমস্যার সম্মুখীন হতে হবে ভারতীয় টিমকে। সেই সমস্যার নাম পিচ। কারণ, যে মাঠে খেলা, সেখানে ‘ড্রপ ইন’ পিচের বন্দোবস্ত করা হয়েছে। যে পিচে খেলে খুব একটা অভ্যস্ত নয় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে পরিবেশ ও পিচ সম্পর্কে ধারণা তৈরি করে নেওয়াই ভারতের আসল উদ্দেশ্য।
আমেরিকায় বিরাট কোহলি আগে পৌঁছে গেলেও প্রস্তুতি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্য দিকে বাংলাদেশ বিশ্রাম দিয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। নাসাও কাউন্টির বাইশ গজে ১৮০-১৯০ রান হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তনভীর ইসলাম, মেহেদি হাসান, রিশাদ হোসেইন, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব।