shono
Advertisement

Breaking News

মহম্মদ সামিকে হেনস্তা মদ্যপ যুবকের, পুলিশের জালে ৩ অভিযুক্ত

গাড়ি রাখা নিয়ে অশান্তি।
Posted: 10:22 AM Jul 18, 2017Updated: 04:52 AM Jul 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নিজের বাড়ির সামনে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামি। সাউথ সিটি মল লাগোয়া কাটজুনগরের বাড়িতে গাড়ি ঢোকানো নিয়ে অশান্তির সূত্রপাত। এক বাইক আরোহীর সঙ্গে সামির বচসা হয়। পরে অভিযুক্ত বাইক আরোহী আরও দু’জনকে নিয়ে এসে সামির বাড়িতে চড়াও হন। মারধর করা হয় কেয়ারটেকারকে। যাদবপুর থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement

[মোর্চার নিশানায় তৃণমূল, মিরিকে ফের তাণ্ডব গুরুংদের]

সাউথ সিটির পাশে ১২৮ প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের ফ্ল্যাটের দোতলায় থাকেন মহম্মদ সামি। রবিবার রাতে সাড়ে এগারোটা নাগাদ জাতীয় দলের এই ক্রিকেটার স্ত্রীকে নিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন। গাড়ি ফ্ল্যাটে ঢোকার সময় এক বাইক আরোহীর সঙ্গে সামির কথা কাটাকাটি হয়। বাইক থেকে নেমে অভিযুক্ত যুবক সামির গাড়িতে ধাক্কা দেয় বলেও অভিযোগ। ক্রিকেটারের বক্তব্য ওই যুবক মত্ত অবস্থায় ছিল। গাড়ি থেকে সামি নেমে এলে অভিযুক্ত তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। সামি এরপর ফ্ল্যাটে ফিরে যান। কিছুক্ষণ পর ওই যুবক আরও দুজনকে সঙ্গে নিয়ে সামির ফ্ল্যাটে হাজির হন। অভিযোগ, ফ্ল্যাটের কেয়ারটেকার ধ্রুব মণ্ডলরের উপর তারা চড়াও হয়। কেয়ারটেকারের কলার ধরে মারধর করা হয়। তাঁর স্ত্রীও নিগৃহীত হন। এরপর হামলাকারীরা দোতলায় সামির ঘরের দরজায় পৌঁছে যান। বাইরে থেকে বারবার দরজায় ধাক্কা দেওয়া হয়। চিন্তায় পড়ে সামির পরিবার। অবস্থা বেগতিকে দেখে যাদবপুর থানায় ফোন করেন সামি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

[সিএবি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন মনোজ]

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম জয়ন্ত সরকার, স্বপন সরকার এবং শিবা প্রামাণিক। পরে অবশ্য অভিযুক্তদের জামিন দেয় আদালত। তবে সামি জানিয়েছেন, যুবকরা আরও কয়েকজন নিয়ে এসে হামলার হুমকি দিলেও তিনি ভয় পাননি। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় এই ঘটনায় বাসিন্দারা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement