সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ওভারে চার উইকেট। ৬ ওভারে মাত্র ২১ রান দিয়ে ঝুলিতে ছয় উইকেট। এশিয়া কাপের ফাইনালে আগুনে বোলিং করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একার হাতেই সিরাজ গুঁড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ভারতীয় পেসারের দাপটে ৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ইনিংস।
এশিয়া কাপ ফাইনালে মারাত্মক স্পেলের জন্য আইসিসির ওয়ানডে বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতের পেসার সিরাজ। এর আগে র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন হায়দরাবাদের বোলার। দ্বীপরাষ্ট্রের ফাইনালে দুরন্ত বোলিংয়ের জন্য এখন আট ধাপ উপরে উঠে এসেছেন তিনি। সিরাজ এক নম্বরে। দুইয়ে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। তিনে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। চার ও পাঁচ নম্বরে দুই আফগান স্পিনার-মুজিব উর রহমান ও রশিদ খান।
[আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপেও মোদি, জেনে নিন কীভাবে পাবেন প্রধানমন্ত্রীর বার্তা]
বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন কুলদীপ যাদব। নবম স্থানে কুলদীপ। এশিয়া কাপে সিরিজ সেরা হয়েছিলেন কুলদীপ।