সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে (FIFA World Cup Qualifier) ভারতের (Indian Football Team) ৩৫ সদস্যের সম্ভাব্য দল বেছে নিলেন ইগর স্টিমাচ (Igor Stimac)। ২১ মার্চ আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে ভারত। এর পর নিজের দেশে সেই একই বিপক্ষের বিরুদ্ধে ২৬ মার্চ ৯০ মিনিটের যুদ্ধে নামবে ‘ব্লু টাইগার্স’-রা। এর আগে আইএসএলের কিছু ম্যাচ দেখে প্রস্তুতি শিবির শুরু করে দেবেন ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার।
তবে এর আগে ৩৫ সদস্যের সম্ভাব্য দল বেছে নিলেন তিনি। এশিয়ান কাপে ভারতের ভরাডুবি ঘটেছে। সেই হারের ক্ষতে প্রলেপ দিয়ে ভারতের পাখির চোখ এখন ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্ব।
[আরও পড়ুন: মাঠ ও মাঠের বাইরে টিম গেমেই উন্নতি হবে, বিতর্কে উড়িয়ে একসুর স্টিমাচ-কল্যাণের গলায়]
আফগান-যুদ্ধের আগে স্টিমাচ ৩৫ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন। এশিয়ান কাপ ভুলে তাঁর ফোকাস এখন বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্ব। প্রথম ম্যাচে কুয়েতকে ০-১ গোলে হারিয়েছে ভারত। ফলে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে আশার আলো দেখতেই পারে ভারত।
ভারতের ৩৫ জনের সম্ভাব্য স্কোয়াড:
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, পুর্বা থেম্পা লেপচা, বিশাল কাইথ
ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, প্রীতম কোটাল, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, নরেন্দ্র, আনোয়ার আলি, রোশন সিং নাওরেম, অময় রানাওয়াডে, জয় গুপ্তা
মিড ফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং, জ্যাকশন সিং, দীপক টাংরি, লালথাংথাঙ্গা, লালেনগামাইয়া রালতে, ইমরান খান
স্ট্রাইকার: সুনীল ছেত্রী, ঈশান পণ্ডিতা, লাললিংজুয়ালা ছাংতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, রাহুল প্রবীণ, নন্দকুমার, ইশাক ভানলালরুতফেলা