সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে মায়ানমার ও বাংলাদেশের চট্টগ্রামে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোরা’৷ সোমবার ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, যে কোনও প্রয়োজনে পড়শি বাংলাদেশকে সাহায্য করতে ইস্টার্ন ফ্লিটকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামে সাইক্লোন ‘মোরা’র প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। জারি হয়েছে সাইক্লোনের সতর্কতাও।
[ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]
উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও এরাজ্যে সাইক্লোনের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ‘মোরা’র প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টি হবে কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে৷ বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য অংশে রয়েছে ‘মোরা’৷ আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে৷ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
তাছাড়া আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া মেঘলাই থাকবে৷ বিকেলের দিকে ঝড়-বৃষ্টি সম্ভাবনার কথাও শুনিয়ে রাখল হাওয়া অফিস৷ দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, আসন্ন ঘূর্ণিঝড় সম্ভাব্য যাত্রাপথে দিক পরিবর্তন না করলে এটি উত্তরবঙ্গের বর্ষাকে টেনে আনতে সাহায্য করবে৷ হাওয়া অফিসের বার্তায় রবিবার থেকেই স্বস্তিতে বাংলার মানুষ৷ ছুটির দিনে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে৷ গত ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷
[বরকতি, সিদ্দিকুল্লাহর পথে হেঁটে মন্ত্রী অরূপের গাড়িতেও বহাল লালবাতি]
The post সাইক্লোন ‘মোরা’ আছড়ে পড়বে বাংলাদেশে, সাহায্যের জন্য প্রস্তুত ভারতীয় নৌসেনা appeared first on Sangbad Pratidin.