shono
Advertisement

ফের উজ্জ্বল ভারতের নাম, IBM-এর CEO হচ্ছেন অরবিন্দ কৃষ্ণ

সত্য নাদেলা ও সুন্দর পিচাইয়ের পর তৃতীয় ব্যক্তি হিসেবে মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানির শীর্ষে এক ভারতীয় বংশোদ্ভূত। The post ফের উজ্জ্বল ভারতের নাম, IBM-এর CEO হচ্ছেন অরবিন্দ কৃষ্ণ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:11 PM Jan 31, 2020Updated: 07:57 PM Jan 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে ফের উজ্জ্বল হয়ে উঠল ভারতের নাম। আমেরিকার আইটি জায়ান্ট IBM-এর CEO পদে নির্বাচিত হলেন আইআইটি কানপুরের প্রাক্তনী অরবিন্দ কৃষ্ণ। মাইক্রোসফট কর্পোরেশনের সিইও সত্য নাদেলা ও গুগলের সিইও সুন্দর পিচাইয়ের পর বিশ্বের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি কোম্পানির শীর্ষ পদে বসলেন কোনও ভারতীয়।

Advertisement

কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তারপর আমেরিকার আর্বানা-শ্যাম্পেইন শহরে অবস্থিত ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন অরবিন্দ। সেখান থেকে ১৯৯০ সালে বিশ্বখ্যাত কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (IBM)-এ যোগ দেন তিনি। আর জীবনের ৫৭ বছর বয়সে পৌঁছে সেই কোম্পানিরই নেতৃত্ব দিতে চলেছেন। ৬২ বছরের জিনি রোমেটির জায়গায় আইবিএমের সিইও পদে বসতে চলেছেন। যার সম্পর্কে ৪০ বছর ধরে কোম্পানিতে থাকা রোমেটি বলছেন, ‘আইবিএমের নতুন প্রজন্মের জন্য উপযুক্ত সিইও। তিনি খুবই দক্ষ একজন প্রযুক্তিবিদ হওয়ার সঙ্গে সঙ্গে খুব বড় মাপের একজন নেতা। যিনি বিগত দিনের মতো আগামীতেও কোম্পানির সুনাম বৃদ্ধি করবেন।’

[আরও পড়ুন: করোনা ভাইরাসে চিনে মৃত্যুমিছিল, বিশ্বজুড়ে সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ]

 

বিশ্বখ্যাত এই কোম্পানি সূত্রে জানা গিয়েছে, এই বছরের ৬ এপ্রিল থেকে সিইও পদে দায়িত্ব নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ। তার আগে পর্যন্ত তিনি এই সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেই বহাল থাকছেন। নতুন পদের বিষয়ে ঘোষণা হওয়ার পরে এই সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন অরবিন্দ। বলেন, ‘আইবিএমের সিইও নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে শিহরিত হয়েছি আমি। রোমেটি ও অন্য বোর্ড মেম্বাররা আমার ওপর যে ভরসা দেখিয়েছেন তার মর্যাদা রক্ষার চেষ্টা করব।’

The post ফের উজ্জ্বল ভারতের নাম, IBM-এর CEO হচ্ছেন অরবিন্দ কৃষ্ণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement