shono
Advertisement
Mohammed Shami

ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর! চোট সারিয়ে অনুশীলনে শামি, জাতীয় দলে ফিরবেন কবে?

গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয় মহম্মদ শামির।
Published By: Arpan DasPosted: 03:08 PM Jun 22, 2024Updated: 03:12 PM Jun 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ বার তিনি মাঠে নেমেছিলেন আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে। মেগা ইভেন্টের পর জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপ খেলেছেন তিনি। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না মহম্মদ শামি (Mohammed Shami)। অবশেষে ভারতীয় ক্রিকেটভক্তদের জন্য সুখবর। বেঙ্গালুরুর এনসিএ-তে প্র্যাক্টিস করা শুরু করেছেন দেশের ফাস্ট বোলার।

Advertisement

সে ব্যাপারে নিশ্চিত করেছেন তাঁর শৈশবের কোচ বদরুদ্দিন সিদ্দিক। তবে এখনও পুরো রান আপে তাঁকে দিয়ে বল করানো হচ্ছে না। আবার তিনি সম্পূর্ণ আনফিটও নন। বদরুদ্দিন জানিয়েছেন, "শামি বোলিং শুরু করে দিয়েছে। তবে এখনও পুরো রান আপে বা পুরো কোমর ভেঙে বল করছে না। কিন্তু কোনও অস্বস্তিও নেই ওর। এটা ভালো খবর যে, ও প্র্যাক্টিস শুরু করে দিয়েছে।"

[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে দিতে পারে বৃষ্টি! কী বলছে অ্যান্টিগার আবহাওয়া?]

তিনি আরও বলেন, "কোনও সন্দেহ নেই যে ও তাড়াতাড়ি ভারতের জার্সিতে ফিরবে। আপনারা সোশাল মিডিয়ায় ওর শারীরিক অবস্থার উন্নতি দেখেছেন। ও খুব পরিশ্রম করেছে। তবে পূর্ণশক্তিতে শামি বল করা শুরু করে দিলে শরীর কীরকম থেকে, সেটা দেখেই পুরোটা বোঝা যাবে।"

[আরও পড়ুন: কোপায় মেসিকে কড়া ট্যাকলের পরই বর্ণবিদ্বেষের শিকার কানাডার ফুটবলার, ক্ষুব্ধ সেদেশের ফেডারেশন]

উল্লেখ্য, গত বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তারপর থেকেই ডান পায়ের গোড়ালির চোটে ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা জানিয়েও ছিলেন ভারতীয় পেসার। তখনই জানা গিয়েছিল, চোট সারিয়ে পুরো ফিট হতে কয়েক মাস সময় লেগে যাবে। এবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে শুরু হল মাঠে ফেরার প্রস্তুতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ বার তিনি মাঠে নেমেছিলেন আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে।
  • আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না মহম্মদ শামি।
  • বেঙ্গালুরুর এনসিএ-তে প্র্যাক্টিস করা শুরু করেছেন দেশের ফাস্ট বোলার।
Advertisement