shono
Advertisement

Breaking News

রেলে খাবারের মান কেমন? লাইভ ভিডিওর মাধ্যমে যাচাইয়ের সুযোগ যাত্রীদের

এক্সপ্রেসের রান্নাঘরে চলবে এবার বিশেষ নজরদারি৷ The post রেলে খাবারের মান কেমন? লাইভ ভিডিওর মাধ্যমে যাচাইয়ের সুযোগ যাত্রীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:23 AM Jun 14, 2018Updated: 01:08 PM Jun 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারের মান নিয়ে যাত্রী অসন্তোষ দূর করতে এবার মাঠে নামল ভারতীয় রেল৷ যাত্রীদের মন পেতে সরাসরি প্রযুক্তিকেই হাতিয়ার করে এগোনোর সিদ্ধান্ত নিল আইআরসিটিসি৷ রেলের প্যান্ট্রি কারে কী রান্না হচ্ছে, কী ভাবে রান্না করা হচ্ছে, তা সবই এবার যাত্রীদের দেখানোর ব্যবস্থা করা হচ্ছে৷ কোনও যাত্রী চাইলে খাবার অর্ডার করার আগে রেলের রান্নাঘরের লাইভ ভিডিও ফুটেজও দেখে নিতে পারেন৷ খাবার নিয়ে রেল যাত্রীদের অসন্তোষ মেটাতেই এই পদক্ষেপ বলে রেল সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

এই প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনের রান্না ঘরে বেশ কয়েকটি ক্যামেরা বসানো থাকবে৷ কী রান্না হচ্ছে, কেমন ভাবে রান্না হচ্ছে তা খুব সহজে ধরা থাকবে ক্যামেরায়৷ যাত্রীরা চাইলে রান্নার ফুটেজ সরাসরি দেখতে পাবেন সেখানে৷ আইআরসিটিসির মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ভিডিও লাইভ দেখা যাবে বলেও জানান গোয়েল৷ কিন্তু, কেন এই ব্যবস্থা? রেল সূত্রে জানা গিয়েছে, মূলত যাত্রীদের মন থেকে খারাপ খাবারের আতঙ্ক কাটাতে এই ব্যবস্থা৷ কেননা, খাবারের মান ও দাম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে৷

যাত্রীদের অভাব অভিযোগ মেটাতে ধীরে ধীরে পদক্ষেপ নিতে শুরু করেছে৷ গত শুক্রবার কোয়েম্বাটুর-বেঙ্গালুরু উদয় এক্সপ্রেসে ফুড ভেন্ডিং মেশিন চালু করে টুইট করে ভারতীয় রেল৷ শপিং মলের আদলে স্বয়ংক্রিয় মেশিন থেকে বেরিয়ে আসবে নরম পানীয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার৷ নয়া এই পরিষেবা সংক্রান্ত ভিডিও পোস্ট করে  পরিষেবার বিষয়ে যাত্রীদের বিস্তারিত জানানো হয়৷ ভারতে এই প্রথম চলন্ত ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন পরিষেবা চালু করে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে রেল কর্তৃপক্ষ৷  ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে৷ রেলের এই নয়া  পরিষেবা প্রথম শ্রেণির যাত্রীদের খুশি করবে বলে আশা রেল কর্তাদের৷

The post রেলে খাবারের মান কেমন? লাইভ ভিডিওর মাধ্যমে যাচাইয়ের সুযোগ যাত্রীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement