সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন অলিম্পিকে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রাকে (Abhinav Bindra)। ১০ আগস্ট তাঁকে 'অলিম্পিক অর্ডার' সম্মানে ভূষিত করা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট বিন্দ্রাকে উদ্দেশ্য করে যে চিঠি পাঠিয়েছেন, তাতে লেখা, ''অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-র কার্যনির্বাহী বোর্ড আপনাকে অলিম্পিক অর্ডার এই সম্মানে ভূষিত করবে।''
[আরও পড়ুন: টেস্টে শচীনের রান টপকে যাবেন এই তারকা, ভবিষ্যদ্বাণী ইংল্যান্ড প্রাক্তনীর]
ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও বিন্দ্রাকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। অলিম্পিকের প্রসার ঘটানোর অবদানের জন্য এই সম্মান প্রাদন করা হয়ে থাকে। এই সম্মান দেওয়া শুরু হয় ১৯৭৫ সাল থেকে। এবারের অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগের দিন বিন্দ্রাকে 'অলিম্পিক অর্ডার' সম্মান দেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জেতেন বিন্দ্রা। দেখতে দেখতে এগিয়ে এল আরও একটি অলিম্পিক। এবারের অলিম্পিকের আসর বসছে প্যারিসে। দেশের ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে নীরজ চোপড়াদের দিকে। বিন্দ্রার এই সম্মান পাওয়ার খবরে উচ্ছ্বসিত দেশের অন্যান্য ক্রীড়াবিদরাও। মনসুখ মাণ্ডব্য লিখেছেন, ''বিন্দ্রার নাম শুটিংয়ের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুপ্রাণিত করবে অলিম্পিয়ানদেরও।''
‘আগের থেকেও শক্তিশালী এই ইস্টবেঙ্গল’, দল নিয়ে আশাবাদী লাল-হলুদ কোচ কুয়াদ্রাত