সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধন্যবাদ সুনীল ছেত্রী (Sunil Chhetri)! যেন আর কোনও ভাষা নেই দেশের ক্রীড়াপ্রেমীদের মুখে। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ার শেষে বুটজোড়া তুলে রাখছেন দেশের ফুটবল অধিনায়ক। বিদায় বেদনার মধ্যেই সোশাল মিডিয়ায় সুনীল ছেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন দেশের ক্রীড়ামহল। বিরাট কোহলি থেকে নীরজ চোপড়া, কে নেই সেই তালিকায়!
বৃহস্পতিবার সকালে আচমকাই অবসরের কথা ঘোষণা করেন সুনীল। একটি ভিডিওবার্তায় সেই খবর প্রকাশ করেন কিংবদন্তি। সেই পোস্টের তলায় কমেন্ট করে 'ভাই'কে নিয়ে গর্বের কথা জানান ক্রিকেট তারকা বিরাট কোহলি। দেশের দুই ক্রীড়াক্ষেত্রের দুই কিংবদন্তের সখ্যতার কথা সকলেই জানে। ধন্যবাদ জানায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও। ফিফা থেকেও 'লেজেন্ড' সুনীলকে রোনাল্ডো-মেসির সঙ্গে এক মঞ্চে এনে দেয়।
[আরও পড়ুন: ‘ক্রিকেট ছাড়ার পর…’, সুনীলের অবসরের মধ্যেই ইঙ্গিতবাহী বার্তা বিরাটের]
অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া লেখেন, "ক্যাপ্টেন, তুমি অনুপ্রেরণা। ভারতীয় ক্রীড়াজগতে তোমার প্রভাব কখনও মুছবে না।" ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও 'ক্যাপ্টেন'কে অবসর জীবনের শুভেচ্ছা জানান। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে লেখেন, "খুব কম খেলোয়াড় আছেন, যাঁদের ছাড়া খেলার জগতের মূল্য কমে যায়। সুনীল ছেত্রী তাঁদের মধ্যে একজন। আমরা ভাগ্যবান যে ও ভারতের হয়ে খেলে। তবে এখনও বিদায়ের সময় আসেনি। কুয়েত ম্যাচে ওর নেতৃত্বেই আমরা জিতব।"
সুনীলের বর্তমান ক্লাব বেঙ্গালুরু লিখেছে, "চিরকাল তোমার কাছে ঋণী থাকব। ক্যাপ্টেন, এটা আমাদের কাছে একটা বিশেষ সম্মান।" শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সন্দেশ, গুরপ্রীত, প্রীতম কোটাল, ছাংতে, আকাশ মিশ্রার মতো জাতীয় দলের সতীর্থরা। বিদায়বেলায় সকলের মন ভার। তবু সকলের বার্তা থেকে পরিষ্কার, শেষ হয়ে যাচ্ছে বলে দুঃখ নয়। বরং এতদিন সুনীল ভারতের জার্সিতে খেলেছেন বলেই গর্বিত ক্রীড়ামহল।