সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ এবং শার্দূল ঠাকুরকে বিশ্রাম দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। তবে, জাদেজা ফিরলেও এই সিরিজে কেএল রাহুলকে পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)।
সদ্য ঘোষিত ১৮ সদস্যের ভারতীয় দলের সবচেয়ে বড় চমকের নাম অবশ্য সঞ্জু স্যামসন। আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের অধিনায়ক দীর্ঘদিন বাদে জাতীয় দলে ফিরলেন। এর আগে যে কয়েকটি সুযোগ তিনি পেয়েছিলেন, তাতে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি তিনি। বিরাট, রাহুলদের অনুপস্থিতিতে যদি সঞ্জু (Sanju Samson) প্রথম একাদশে সুযোগ পান, তাহলে সেটা নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ হতে চলেছে তাঁর জন্য।
[আরও পড়ুন: বিরাটের পর ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মাই, ঘোষণা বিসিসিআইয়ের]
স্যামসন ছাড়া সেভাবে চমক ভারতীয় দলে নেই। পন্থের অনুপস্থিটিতে উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন ঈশান কিষান। বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করতে পারেন তিনি। সেক্ষেত্রে ওপেনার হিসাবে সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়। রাহুল (KL Rahul), রোহিতদের অনুপস্থিতিতে প্রথম একাদশে ঢুকে যাবেন আবার বুমরাহ ফিরে আসায় পেস বিভাগে তাঁর পাশে কে সুযোগ পাবেন, সেটাও লক্ষনীয় বিষয় হতে চলেছে।
[আরও পড়ুন: দেশের ৬টি ভেন্যুতে হতে চলেছে আইপিএল ১৫! সামনে এল ফাইনালের দিনক্ষণও]
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, জশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), আবেশ খান।