shono
Advertisement

Breaking News

এবার বিদেশি লিগে খেলতে পারবেন ঝুলনরা

অস্ট্রেলিয়ান মহিলা বিগ ব্যাশ ও ইংল্যান্ডের মহিলা সুপার লিগে (ডব্লিউএসএল) খেলতে পারবেন ভারতীয় ঝুলনরা৷ বুধবার বিসিসিআই-এর মহিলাদের ক্রিকেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ মহিলা ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেলেও এবছর তাঁরা সুপার লিগে খেলার সুযোগ পেলেও পেতে পারেন৷ The post এবার বিদেশি লিগে খেলতে পারবেন ঝুলনরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Jun 03, 2016Updated: 02:20 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের জন্য আইপিএল রয়েছে৷ কিন্তু ঝুলন গোস্বামী, মিতালি রাজদের জন্য বিসিসিআই এখনও পর্যন্ত সে ব্যবস্থা করেনি৷ ফলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলা হয় না তাঁদের৷ সেই কারণেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগে অংশ নেওয়ার ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷
অস্ট্রেলিয়ান মহিলা বিগ ব্যাশ ও ইংল্যান্ডের মহিলা সুপার লিগে (ডব্লিউএসএল) খেলতে পারবেন ঝুলনরা৷ বুধবার বিসিসিআই-এর মহিলাদের ক্রিকেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ মহিলা ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেলেও এবছর তাঁরা সুপার লিগে খেলার সুযোগ পেলেও পেতে পারেন৷ তবে তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে৷

Advertisement

৩০ জুলাই ইংল্যান্ডে শুরু উইমেনস সুপার লিগ৷ চলবে ১৪ আগস্ট পর্যন্ত৷ সুপার লিগের জন্য ইতিমধ্যেই ১৮ জন বিদেশি ক্রিকেটার নেওয়া হয়ে গিয়েছে৷ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ডব্লিউএসএল-এ অংশ নিয়েছেন৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সব সদস্য দেশগুলিকে ক্রিকেটারের নাম নথিভুক্ত করার জন্য লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে৷ এবার মিতালিদের জন্য বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার৷

The post এবার বিদেশি লিগে খেলতে পারবেন ঝুলনরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement