shono
Advertisement

Breaking News

Pakistan Cricket

আইপিএল ফাইনালে 'বিমুখ' বাবররা! 'সুযোগ পায়না বলেই কষ্ট', খোঁচা ভারতীয় সমর্থকদের

'আইপিএলের জন্য কোনও সম্মান নেই' বলে প্রথম কটাক্ষ করেছিলেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা।
Published By: Arpan DasPosted: 03:50 PM May 30, 2024Updated: 04:07 PM May 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2024) ফাইনাল দেখেছেন ৫০ কোটির বেশি মানুষ। সমীক্ষায় উঠে আসছে সেরকমই তথ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা দেখেছেন ফাইনালে কেকেআর বনাম হায়দরাবাদের যুদ্ধ। ব্যতিক্রম শুধু পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) ক্রিকেটাররা। টিভিতে আইপিএল দেখা তো দূরের কথা, রীতিমত মুখ ঘুরিয়ে নিলেন বাবররা।

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় উঠে এসেছে সেরকমই এক ভিডিও। যা নিয়ে ফের বাকবিতণ্ডা শুরু হয়েছে দুদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল রয়েছে ইংল্যান্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা। তৃতীয় ম্যাচের আগে কার্ডিফের হোটেলে ঢোকার সময় চূড়ান্ত অপ্রস্তুত অবস্থায় পড়লেন শাহিন আফ্রিদিরা।

[আরও পড়ুন: মহিলা ভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে শাদাব, হতভম্ব পাক তারকা]

সেই সময় আইপিএল ফাইনালে ব্যাট করছিল নাইট রাইডার্স। কিন্তু সেদিকে একবার ঘুরেও তাকালেন না বাবররা। নিজের মনে ঢুকে গেলেন হোটেলের ঘরে। পাশে যে গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, সেদিকে খেয়ালই নেই তাঁদের। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ফের ভারত-পাক তর্কযুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তান সমর্থকদের অনেকের দাবি, তারা আইপিএলকে বিন্দুমাত্র পরোয়া করেন না। ভারতের কোটি টাকার লিগের জন্য কোনও সম্মান নেই।

তার পরই পালটা দেয় ভারতীয় সমর্থকরা। 'পাকিস্তান ক্রিকেটাররা আইপিএল দেখছেন না, কারণ সেখানে তাঁদের নেওয়া হয় না। সেই কষ্ট থেকেই মুখ ঘুরিয়েছেন তারা'। আবার অনেকে বলছেন, 'প্রকাশ্যে না দেখলেও ঘরে ঢুকে ঠিকই দেখবেন'। ৯ জুন আমেরিকায় মুখোমুখি ভারত-পাকিস্তান। মাঠের বাইরে যাই হোক না কেন, খেলার মাঠে ওইদিনই চিরপ্রতিদ্বন্দ্বিতার আরও একটি অধ্যায় লেখা হবে।

[আরও পড়ুন: ‘কোহলির সঙ্গে আমার সম্পর্ক জানার দরকার নেই সবার’, আমজনতাকে মশলা দিতে নারাজ গম্ভীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল ফাইনাল দেখেছেন ৫০ কোটির বেশি মানুষ। সমীক্ষায় উঠে আসছে সেরকমই তথ্য।
  • ব্যতিক্রম শুধু পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটাররা।
  • কার্ডিফের হোটেলে ঢোকার সময় চূড়ান্ত অপ্রস্তুত অবস্থায় পড়লেন শাহিন আফ্রিদিরা।
Advertisement