shono
Advertisement

Breaking News

ফের নক্ষত্রপতন, প্রয়াত দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া

'গান্ধী ' সিনেমার জন্য ভারতীয় হিসেবে প্রথম অস্কার হাতে তোলেন তিনি।
Posted: 07:30 PM Oct 15, 2020Updated: 07:41 PM Oct 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। বুধবার প্রয়াত হলেন দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কস্টিউম ডিজাইনার। সংবাদ সংস্থা পিটিআইকে জানান তাঁর কন্যা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্রেন ক্যানসারে ভুগছিলেন ভানু আথাইয়া (Bhanu Athaiya)। জীবনের শেষ তিন বছর শয্যাশায়ী ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

[আরও পড়ুন: ক্যানসারের তোয়াক্কা না করেই শুরু কাজের প্রস্তুতি, ভিডিওয় মনের কথা জানালেন সঞ্জয়]

পাঁচের দশকে ফ্যাশন ইলাস্ট্রেটর হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ভানু আথাইয়া। প্রতিভার জোরে কিংবদন্তি পরিচালক গুরু দত্তের টিমের কাজ করার সুযোগ পান। তারপর থেকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক বলিউড তারকাদের নিজের ডিজাইন করা পোশাকে সাজিয়েছেন। তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৮২ সালে। ‘গান্ধী ‘ সিনেমার জন্য ভারতীয় হিসেবে প্রথম অস্কার হাতে তোলেন তিনি। তারপর আর কোনও মহিলা এই পুরস্কার এখনও পর্যন্ত পাননি। কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল এবং ফ্যাশন জগৎ।

 

 

[আরও পড়ুন: এবার ‘লাভ জিহাদে’র কোপে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’! নেটদুনিয়ায় ছবি বয়কটের ডাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement