সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার সেঞ্চুরির বছরই ভারত বিশ্বের অন্যতম শক্তিধর অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে। ২০ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে ভারতের জিডিপি (GDP)। শুধু তাই নয়, মাথাপিছু রোজগারেও বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলিকে টেক্কা দেবে ভারত। এমনটাই দাবি করলেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধান আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয়।
বাস্তব বলছে, চলতি বছরই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে ঢাকঢোল পিটিয়ে বিস্তর প্রচারও করেছে মোদি সরকার। কিন্তু করোনার (Coronavirus) ধাক্কা সেই লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ভারতকে। কবে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে দেশ পৌছাতে পারবে, সেটারও নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে পারেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু অনেকটা ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখানোর মতো মোদির প্রধান আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয় (Bibek Debroy) ২০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখালেন।
[আরও পড়ুন: অর্থাভাবে মেলেনি শববাহী গাড়ি, মায়ের দেহ কাঁধে হাঁটছেন ছেলে, জলপাইগুড়িতে ভাইরাল করুণ ছবি]
ইন্ডিয়ান ইকোনমিক সোসাইটির বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বললেন,”২০৪৭ সালে ভারতের পার ক্যাপিটা রোজগার হবে আজকের ডলারের মূল্যের ১০ হাজার ডলার। সেই সঙ্গে ভারতের জিডিপির গড় মূল্য গিয়ে দাঁড়াবে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার। সুতরাং, ভারতের সমাজ পুরোপুরি বদলে যাবে।” তবে দেবরয় মেনে নিয়েছেন, ভারতকে লক্ষ্যে পৌছাতে গেলে জিএসটিতে আরও সরলীকরণ করতে হবে। আরও ভেবেচিন্তে নীতি নির্ধারণ করতে হবে। তিনি এটাও মেনে নিয়েছেন, ভারতের অর্থনীতি একাধিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিদেশী মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা পিছিয়ে পড়ছে। কিন্তু সুনির্দিষ্ট নীতি মানলে, সেটা কাটিয়ে ওঠা সম্ভব।
[আরও পড়ুন: ‘রাজনৈতিক কারণে দল পাঠাচ্ছে, আগে ১০০ দিনের কাজের টাকা দিন’, সরাসরি কেন্দ্রকে নিশানা মমতার]
করোনা, নোট বাতিল, জিএসটি (GST)। সব ধাক্কা কাটিয়ে উঠে অন্তত বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় দ্রুত এগোচ্ছে অর্থনীতি। বেশ কিছুদিন ধরেই কেন্দ্র এই দাবি করে আসছে। বস্তুত, সাম্প্রতিক সময়ে দেশের বৃদ্ধির হার আগের তুলনায় কমলেও বিশ্বের অন্যান্য দেশের থেকে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকটাই ভাল।