shono
Advertisement

আজিজের জন্য কড়া প্রতিক্রিয়া অপেক্ষা করছে ভারতে

সরতাজ আজিজ এদেশে এলে তাঁর সঙ্গে আলোচনা বসা তো দূরঅস্ত, তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় নাও করতে পারে ভারত৷ The post আজিজের জন্য কড়া প্রতিক্রিয়া অপেক্ষা করছে ভারতে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Nov 29, 2016Updated: 04:07 PM Nov 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বিদেশনীতির মুখপাত্র সরতাজ আজিজকে কড়া জবাব দিতে পারে ভারত৷ বলা যেতে পারে, ডিসেম্বরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ আজিজ এদেশে এলে ভারতের সঙ্গে আলোচনা বসার যে স্বপ্ন পাকিস্তান দেখছিল তাতে জল ঢেলে দিল ভারত৷ আলোচনা, কথাবার্তা তো দূর, সরতাজ আজিজ ভারতে এলে তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় নাও করা হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷

Advertisement

প্রসঙ্গত, সোমবারই পাক হাইকমিশনার আবদুল বসিত ইঙ্গিত দেন, ভারতের তরফে আলোচনা প্রস্তাব এলে পাকিস্তান তৈরি৷ সেই আলোচনা ৩ ডিসেম্বর অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ আজিজের যোগ দিতে যাওয়ার সময়ই হতে পারে বলেও ইঙ্গিত এসেছিল৷ তবে এও বলা হয়, আলোচনার প্রস্তাব অবশ্যই আয়োজক দেশ ভারতকেই দিতে হবে৷ তবে সে গুড়ে যে বালি তা সোজা সাপটা বুঝিয়ে দিল ভারত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বহু আগেই দেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে যে আলোচনা আর সীমান্ত সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না৷ এমনকি মঙ্গলবারই ফের জঙ্গি হামলায় ফের তিন ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর মিলেছে৷ সেক্ষেত্রে সরতাজ আজিজ এদেশে এলে তাঁর সঙ্গে আলোচনা বসা তো দূরঅস্ত, তাঁর সৌজন্য বিনিময় নাও করতে পারে ভারত৷

এক্ষেত্রে বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান অবশ্যই অনেকটা লোক দেখানো৷ কিছুদিন আগে সন্ত্রাস ইস্যুতে ইসলামাবাদে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ দেয়নি ভারত৷ পাশাপাশি ভারতকে সমর্থন করে বেশকিছু প্রতিবেশী দেশও ওই সম্মেলনে যোগ দেয়নি৷ শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সার্ক সমিট৷ অথচ ভারত সার্ক সামিটে যোগ না দেওয়ার পরও আজিজ ভারতে আসছেন৷ বিশ্বের কাছে পাকিস্তানের এই লোক দেখানো উদারতা যে ভারত ভালভাবে নিচ্ছে না তা ফের একবার বুঝিয়ে দেওয়া হল৷

The post আজিজের জন্য কড়া প্রতিক্রিয়া অপেক্ষা করছে ভারতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement