সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুলসীমতীর পর সুহাস, প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে আরেকটি রুপো ভারতের দখলে। আরও একটি সোনা হাতছাড়া হল ভারতের। প্রথম গেম সুহাস ৯-২১-এ হার মানেন ফ্রান্সের লুকাস মাজুরের কাছে। পুরুষদের সিঙ্গলসে এসএল ৪ ক্যাটাগরিতে ফ্রান্সের তারকা লুকাস দ্বিতীয় গেম জিতে নেন ২১-১৩-এ।
ফলে খুব সহজেই তিনি জিতে নেন সোনা। অবশ্য ঘরের কোর্টে খেলার সুবিধাও পান তিনি। তাঁর দিকেই ছিল জনসমর্থন। প্রতিটি পয়েন্ট জেতার পরে দর্শকরা তাঁকে উৎসাহ দেন।
[আরও পড়ুন: নবাবের শহরে রুদ্ধশ্বাস ডার্বি, ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে শেষ হাসি মোহনবাগানের]
২০২০ সালের টোকিও প্যারালিম্পিকে সুহাসের দৌড় থেমে গিয়েছিল ফ্রান্সের এই লুকাসের কাছেই। এবারও সেই একই প্রতিযোগীর কাছে হার মানতে হল ভারতের শাটলারকে। এর আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন সুহাস ও সুকান্ত। সুহাস জেতায় তিনি ফাইনালে ওঠেন।
আর সুকান্ত ব্রোঞ্জ পদকের জন্য নামেন। চলতি বছরের গোড়ার দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিডব্লিউএফ প্যারা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সুহাস। প্যারিসে এসেছিলেন পদকের রং বদলানোর জন্য। কিন্তু শেষ ল্যাপে এসে থেমে যেতে হয় তাঁকে। ফাইনালে হার মানলেও তাঁর লড়াইকে কুর্নিশ জানাতেই হয়।
[আরও পড়ুন: কাছে এসেও অধরা সোনা জয়, প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে রুপো পেলেন তুলসীমতী]