shono
Advertisement

এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার বড় ক্ষতি করে দিল ভারতের

টিম ইন্ডিয়াকে হারিয়ে সান্ত্বনা জয় পায় বাংলাদেশ।
Posted: 04:32 PM Sep 16, 2023Updated: 04:42 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে বাংলাদেশের কাছে হার মানে ভারত (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার এই হার প্রভাব ফেলে আইসিসি-র (ICC ODI ranking) ক্রমতালিকায়। ম্যাচ হেরে যাওয়ায় ভারত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আর দখল করতে পারল না। টেস্ট ও টি-টোয়েন্টি-তেও ক্রমতালিকায় এক নম্বরে ভারত। ওয়ানডেতেও শীর্ষে পৌঁছনোর সুযোগ ছিল। সেক্ষেত্রে তিনটি ফরম্যাটেই একনম্বর হতে পারত ভারত। কিন্তু তা আর হল না। 

Advertisement

ভারত-বাংলাদেশ সফরের আগে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ভারত দুনম্বর স্থানে উঠে এসেছিল। টিম ইন্ডিয়াকে একনম্বর স্থান দখল করতে হলে ভারতকে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে হারাতে হত। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু ভারত হার মানে।

 

[আরও পড়ুন: Asia Cup 2023: এশিয়া কাপ ফাইনালের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে, ছিটকে গেলেন থিকসানা]

 

এই হার ভারতীয় দলকে একনম্বরে পৌঁছতে দিল না। দুই থেকে তিনে নেমে গেল ভারত। পাকিস্তান উঠে এল দুনম্বরে। হেরে গেলেও অস্ট্রেলিয়া অবশ্য শীর্ষস্থানেই রয়েছে। অস্ট্রেলিয়া যদি শেষ ওয়ানডে ম্যাচে হার মানে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন হয় ভারত, তবুও আইসিসি র‌্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে পৌঁছবে না টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার হার পাকিস্তানকে আইসিসি-র ওয়ানডে ক্রমতালিকায় একনম্বর স্থানে পৌঁছে দিতে পারে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একনম্বর হওয়ার লড়াই চলবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত। সেই সিরিজের ফলাফল স্থির করবে ভারতের র‌্যাঙ্কিং ভবিষ্যৎ। 

[আরও পড়ুন: ‘জাদেজা রান না পেলে বিশ্বকাপে ভারত ডুববে!’ স্পষ্ট জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement