সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামান থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি৷ ১৮৪ জন যাত্রীকে নিয়ে আন্দামানের পোর্টব্লেয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি৷ সূত্রের খবর, গাফিলতির অভিযোগ তুলে পোর্টব্লেয়ার বিমানবন্দরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ তৎপরতার সঙ্গে আটকে পড়া যাত্রীদের কলকাতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷
[চিনের স্নায়ুর চাপ বাড়িয়ে পরীক্ষায় সফল ভারতের অগ্নি-৪ মিসাইল]
শীত ও ছুটির মরশুমে আন্দামানে গিয়েছেন বহু পর্যটক৷ রবিবার সকালে ওই ১৮৪ জনকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমানটি৷ সূত্রের খবর, আকাশে ওড়ার কিছু সময় পরেই বিমানের মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে সাময়িক আতঙ্ক৷ ফলে আবার পোর্টব্লেয়ার বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়৷ এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁরা৷ যদিও, যাত্রীদের শান্ত করে তাঁদের দ্রুত কলকাতায় ফিরিয়ে আনার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ৷
[ভারতে বিয়ে করতে এসে শ্রীঘরে ঠাঁই পাক যুবকের!]
উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত সপ্তাহে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছিল বহু পর্যটককে৷ আটকে পড়া পর্যটকদের তালিকায় ছিলেন অন্তত ১২০০ জন বাঙালি ও আরও বেশ কয়েকজন অন্য রাজ্যের পর্যটক৷ তাঁদের উদ্ধারকার্যে নামে উপকূলরক্ষী বাহিনী৷ হ্যাভলকের উদ্দেশে পাঁচটি ভ্যাসেল পাঠায় প্রশাসন৷ বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার জন্য যেহেতু বিমান চলাচল বন্ধ, তাই ভ্যাসেলে করে পর্যটকদের পোর্ট ব্লেয়ারে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ কিন্তু, সমুদ্র উত্তাল থাকায় প্রথমে বাধাপ্রাপ্ত হয় সেই উদ্ধারকার্য৷ পর্যটকদের পোর্টব্লেয়ার পর্যন্ত নিয়ে আসাও কষ্টকর হয়ে দাঁড়ায়৷ এবার যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়তে হল যাত্রীদের৷
The post পোর্টব্লেয়ারে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের, ক্ষুব্ধ যাত্রীরা appeared first on Sangbad Pratidin.