সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেল পাটনা (Patna) থেকে দিল্লিগামী (Delhi) বিমান। শুক্রবার সকালে পাটনা বিমানবন্দর থেকে টেক অফ করে ইন্ডিগোর (Indigo) বিমান। কিন্তু মিনিট তিনেকের মধ্যেই বিমানের জরুরি অবতরণ করতে। পাটনা বিমানবন্দরেই ফের নামিয়ে আনা হয় যাত্রীবাহী বিমানটিকে। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। পাটনা বিমানবন্দরের তরফে জানা গিয়েছে, যাবতীয় কার্যকলাপ স্বাভাবিক রয়েছে।
[আরও পড়ুন: ‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর]
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, শুক্রবার সকাল ন’টা নাগাদ বিহারের পাটনা বিমানবন্দর থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমান ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়েই রওনা দেয় যাত্রীবাহী বিমানটি। কিন্তু আকাশে ওড়ার পরেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সঙ্গে সঙ্গেই বিমান নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়আ হয়। সকাল নটা বেজে এগারোটা নাগাদ পাটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ হয় বিমানটির। যাত্রীদের সুরক্ষিত ভাবে বের করে আনা হয় বিমান থেকে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, টেক অফের ঠিক পরেই বিকল হয়ে যায় বিমানের একটি ইঞ্জিন। সেই জন্যই তড়িঘড়ি বিমান নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, আপাতত বিমানবন্দরে সমস্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেরাদুনগামী একটি ইন্ডিগো বিমানও জরুরি অবতরণ করানো হয়েছিল। তারপরেই ফের বিমানের ত্রুটি ধরা পড়ল ইন্ডিগোর উড়ানে।