shono
Advertisement

Breaking News

নিরাপত্তার জালে তিতিবিরক্ত যাত্রী, ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

যাত্রীকে বিমানে উঠতেই দিল না বিমানসংস্থা৷ The post নিরাপত্তার জালে তিতিবিরক্ত যাত্রী, ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Mar 06, 2019Updated: 05:33 PM Mar 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান কর্তৃপক্ষের নিরপত্তার ঘেরাটোপে কার্যত তিতবিরক্ত হয়ে উঠেছিলেন এক যাত্রী৷ ধৈর্য হারিয়ে বলেই ফেললেন, ‘আমি কি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছি?’ ব্যস! বিমান সংস্থার রোষের মুখে পড়তে হল তাঁকে৷ ওই যাত্রীকে আর বিমানেই উঠতে দিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ সরব হয়েছেন কেরলের পাথানামথিত্তার বাসিন্দা অ্যালেক্স ম্যাথু৷ ঘটনার সত্যতা স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষও৷

Advertisement

[চুরি গিয়েছে রাফালে সংক্রান্ত নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র]

জানা গিয়েছে, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে৷ ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সেখানে বিমান ধরতে গিয়েছিলেন অ্যালেক্স ম্যাথু নামের ওই ব্যক্তি৷ কিন্তু সেকেন্ডরি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকিংয়ের সময় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন তিনি৷ উচ্চস্বরে বলে ওঠেন, ‘দেখুন দেখুন সব দেখুন৷ এমন ভাব করছেন, আমি কি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছি?’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি৷ অবশেষে ওই ব্যক্তিকে বিমানে উঠতেই দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ৷

[‘ইতিহাস বদলাতে পারব না, আমরা বর্তমান নিয়ে চিন্তিত’, অযোধ্যা মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের]

জানা গিয়েছে, ওই ব্যক্তি কেবলমাত্র ‘বোমা’ কথাটি উল্লেখ করায় সেখানে চলে আসে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড৷ ইন্ডিগোর ওই বিমানটি-সহ সমগ্র বিমানবন্দরে তল্লাশি চালান তাঁরা৷ তবে কোনও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বিমানবন্দর সূত্রে খবর৷ এরপরই বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়৷ ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার খাতিরে প্রত্যেক যাত্রীকেই নির্দিষ্ট চেকিং পদ্ধতির মধ্য দিয়ে বিমানে উঠতে হয়৷ কিন্তু এই ব্যক্তি প্রথম থেকেই সেই নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করছিলেন৷ অবশেষে সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকিংয়ের সময় দুর্ব্যবহার করেন তিনি৷ এবং বিমানে বোমাতঙ্ক তৈরির চেষ্টা করেন৷ সেকারণেই ওই ব্যক্তিকে বিমানে সওয়ার হতে দেওয়া হয়নি৷

The post নিরাপত্তার জালে তিতিবিরক্ত যাত্রী, ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement