shono
Advertisement

স্বস্তিক ‘ঘৃণার চিহ্ন’ বলে দাবি ট্রুডোর! নতুন করে বিতর্ক ঘনাচ্ছে কানাডায়

শুরু হয়েছে 'রিক্লেম স্বস্তিক' আন্দোলন।
Posted: 08:19 PM Nov 21, 2023Updated: 08:19 PM Nov 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতির আবহে নয়া বিতর্ক ঘনাল স্বস্তিক চিহ্ন নিয়ে। নাৎসিদের প্রতীক ‘হাকেনক্রুজ’ যা গত শতাব্দী থেকে ঘৃণার প্রতীক হিসেবে পরিচিত তার সঙ্গে হিন্দুদের পবিত্র স্বস্তিকা চিহ্নকে মিলিয়ে এরও সমালোচনা করতে দেখা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো-সহ অন্য নেতাদের। পুলিশের তরফেও একে ‘ঘৃণার প্রতীক’ বলে চিহ্নিত করা হয়েছে। যাকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে। ইন্দো-কানাডিয়ান সম্প্রদায় শুরু করেছে ‘রিক্লেম স্বস্তিক’ আন্দোলন। ট্রুডোকে ক্ষমা চাওয়ার আর্জিও জানানো হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, নাৎসিদের প্রতীকের সঙ্গে এই ধর্মীয় প্রতীকের তফাত বোঝানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা। পাশাপাশি হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই প্রতীকের মাহাত্ম্য কী তাও বোঝাতে চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ওটাওয়ায় এক মিছিলে স্বস্তিকা চিহ্ন দেখানো হয়েছিল। এর প্রতিবাদ করে ট্রুডো সোশাল মিডিয়ায় লেখেন, সংসদের সামনে স্বস্তিক প্রদর্শন সহ্য করা হবে না। এর পরই বিতর্ক দানা বাঁধে।

[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]

প্রসঙ্গত, স্বস্তিক নিয়ে বিতর্ক কানাডায় এই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারিতে শোনা গিয়েছিল স্বস্তি চিহ্ন নিষিদ্ধ করার পথে হাঁটতে পারেন ট্রুডো। নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিং এই সংক্রান্ত একটি প্রাইভেট মেম্বার বিল আনলে শুরু হয় আন্দোলন। এবার নতুন করে স্বস্তিককে ঘিরে বিতর্ক ঘনাল কানাডায়।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত-রাশিয়ার বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি, উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রদূত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement