shono
Advertisement

কাশ্মীরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে নিকেশ পাক জেহাদি   

আহত হয়েছেন দুই জওয়ান৷ The post কাশ্মীরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে নিকেশ পাক জেহাদি    appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Jul 16, 2018Updated: 09:50 AM Jul 16, 2018

সংবাদ প্রাতুইদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর সীমান্ত৷ সীমান্তরক্ষীদের কড়া নজরদারিতে ব্যর্থ অনুপপ্রবেশের চেষ্টা৷ ভারতীয় জওয়ানদের গুলিতে নিকেশ এক পাক অনুপ্রবেশকারী৷ গুলির লড়াইয়ে আহত হয়েছেন দুই জওয়ানও৷

Advertisement

সেনা সূত্রে খবর, সোমবার সকাল থেকেই কুপওয়ারা সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান৷ বিএসএফ ছাউনি লক্ষ্য করে মর্টার ও গুলি ছোড়া শুরু করে পাক রেঞ্জার্স৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ অনুপ্রবেশকারীদের মদত দিতেই এই হামলা চালায় পাক বাহিনী৷ তবে বিএসএফ জওয়ানদের সতর্ক চোখ এড়িয়ে যেতে পারেনি জেহাদিরা৷ সীমা পার করার চেষ্টা করতেই জওয়ানদের গুলিতে নিকেশ হয় এক জঙ্গি৷ ভয়ে রণে ভঙ্গ দেয় বাকিরা৷ তবে এই সংঘর্ষে আহত হয়েছেন দুই জওয়ান৷ তাঁদের সেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শেষ পাওয়া খবরের মতে এখনও দু’পক্ষের মধ্যে লড়াই চলছে৷

বিএসএফ সূত্রে খবর, গত বছর চলতি সময় পর্যন্ত সীমান্তে ১১১ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাক রেঞ্জার্সরা৷ তুলনায় চলতি বছরে তা বেড়ে হয়েছে ৪৮০৷ সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় বৈঠক করেছিল দুই দেশের ডিজিএমও-রা৷ তাতেও কোনও কাজ হয়নি৷ পাক যুদ্ধবিরতি লঙ্ঘনের এই সংখ্যাই চাঞ্চল্য তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তারক্ষীদের মধ্যে৷ ২৫ জুলাই সাধারণ নির্বাচন হতে চলেছে পাকিস্তানে৷ বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, সেই নির্বাচনের আগে পর্যন্ত সীমান্তকে উত্তপ্ত রাখবে পাকিস্তান ও আইএসআই৷ কারণ ভারতীয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট খবর রয়েছে, রমজানের সময়ে কাশ্মীরে হুরিয়তের মতো বিচ্ছিন্নতাবাদীদের হাতেও বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র পৌঁছে দিয়েছে আইএসআই৷ যা উপত্যকায় আইএসের পতাকা নিয়ে মিছিল করার এবং ভারতীয় সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার বাড়তি সাহায্য জুগিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা৷

[বিশ্বজয়ের রাতে কলকাতায় এক টুকরো প্যারিসকে চেনাল ‘দ্য পার্ক’]

The post কাশ্মীরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে নিকেশ পাক জেহাদি    appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার